‘একটু জায়গা দিও, বাজারে লেবু বিক্রি করব…’, মাছ বিক্রেতাকে কেন এমন বলেছিলেন অপরাজিতা আঢ্য?

অপরাজিতা তাঁর অতীতে উঁকি দিলেন। টিভিনাইন বাংলার সঙ্গে কথা বলতে গিয়ে আবেগ প্রবণ হয়ে পড়লেন টলিউডেপ অপা। অপরাজিতা বললেন, " তখন আমি স্কুলে পড়ি। বাবা সদ্য আমাদের ছেড়ে চলে গেছেন। তাই আর্থিক অনটন ছিল। আমি বাজার থেকে তিন পিস মাছ কিনতাম। মা, আমি. দাদার জন্য। স্কুল যাওয়ার আগে বাড়িতে রান্না করে যেতে হত। বাজারে এক বৃদ্ধা মাছ বিক্রেতা থাকতেন, তিনি আমাকে বলতেন, 'তুই এত রোগা তিন পিস মাছ নিয়ে তোর গায়ে লাগবে না।' প্রায় জোর করে অনেক ছোট মাছ কুঁচো মাছ দিয়ে দিতো। আমায় মাছ কাটা উনি শিখিয়েছেন। আমায় নিয়ে ওর দুশ্চিন্তার শেষ ছিল না।''

একটু জায়গা দিও, বাজারে লেবু বিক্রি করব...,  মাছ বিক্রেতাকে কেন এমন বলেছিলেন অপরাজিতা আঢ্য?

| Edited By: আকাশ মিশ্র

Oct 27, 2025 | 7:44 PM

বাংলা সিনেমা থেকে সিরিজ সিরিয়াল সবেতেই অভিনেত্রী অপরাজিতা আঢ্য প্রতিষ্ঠিত। তাঁর বিভিন্ন চরিত্রে অভিনয় দেখে মুগ্ধ দর্শক। আগামীতে তাঁর নতুন ছবি ‘শ্রীদুর্গা’ মুক্তি পেতে চলেছে, এই বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে অপরাজিতা তাঁর অতীতে উঁকি দিলেন। টিভিনাইন বাংলার সঙ্গে কথা বলতে গিয়ে আবেগ প্রবণ হয়ে পড়লেন টলিউডেপ অপা। অপরাজিতা বললেন, ” তখন আমি স্কুলে পড়ি। বাবা সদ্য আমাদের ছেড়ে চলে গেছেন। তাই আর্থিক অনটন ছিল। আমি বাজার থেকে তিন পিস মাছ কিনতাম। মা, আমি. দাদার জন্য। স্কুল যাওয়ার আগে বাড়িতে রান্না করে যেতে হত। বাজারে এক বৃদ্ধা মাছ বিক্রেতা থাকতেন, তিনি আমাকে বলতেন, ‘তুই এত রোগা তিন পিস মাছ নিয়ে তোর গায়ে লাগবে না।’ প্রায় জোর করে অনেক ছোট মাছ কুঁচো মাছ দিয়ে দিতো। আমায় মাছ কাটা উনি শিখিয়েছেন। আমায় নিয়ে ওর দুশ্চিন্তার শেষ ছিল না।”

অপরাজিতা আরও বলেন, ওই মাছ বিক্রেতা আরও বলতেন ”তুই এত সুন্দরী , তোর কোন ভুল বিয়ে হলে, খুব খারাপ হবে, তুই একটা চাকরি করিস, তোর জীবনটা যেন আমাদের মত না হয়! আমি তখনই বলেছিলাম আমি কিছু না পারলে, তোমার পাশে একটু জায়গা দিও , আমি এক ঝুড়ি লেবু নিয়ে বিক্রি করব, তবু নিজের পরিচিতি নিয়ে বাঁচব। অপরাজিতা আঢ্য এই পরিচিতি নিয়ে থাকবো” । এখন এতদিন পর মনে হয় কত মানুষ আমায় সাহায্য করেছে , এখন আর তাঁদের সঙ্গে দেখা হয় না। ধন্যবাদ জানাতেও পারি না।”