ভাই আয়ুষ্মান খুরানার মতো তিনি হয়তো নায়ক নন। তবে চরিত্রাভিনেতা হিসেবে কোনও অংশে পিছিয়ে নেই অপারশক্তি খুরানা (Aparshakti Khurana)। দুই ভাইয়ের চেহারার সাদৃশ্য তো রয়েইছে। ট্যালেন্টের দিক থেকেও একে অপরের থেকে কোনও অংশে কম নন। এ হেন অপারশক্তির পরিবারে আসতে চলেছে নতুন অতিথি।
অপারশক্তি এবং তাঁর স্ত্রী আকৃতি প্রথম সন্তানের জন্য অপেক্ষা করছেন। হবু বাবা-মাকে নাকি শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বলি মহলের বহু সদস্য। বলি সূত্রে খবর, আগামী সেপ্টেম্বরে প্রথম সন্তানের জন্ম দেবেন আকৃতি। যদিও এ বিষয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি দম্পতি।
সূত্রের খবর, চন্ডীগড়ে একটি নাচের ক্লাস করতে গিয়ে আলাপ হয়েছিল অপারশক্তি এবং আকৃতির। প্রথম দর্শনেই একে অপরের প্রেমে পড়েছিলেন। ২০১৪-র ৭ সেপ্টেম্বর তাঁরা বিয়ে করেছিলেন। চন্ডীগড়ে গত বছরই খুরানা পরিবার একটি বিলাসবহুল বাড়ি কেনে। শোনা যাচ্ছে, সন্তানকে সেখানেই বড় করতে চান অপারশক্তি।
আরও পড়ুন, চিনতে পারছেন? এটি কোন অভিনেত্রী কিশোরী বেলার ছবি?
‘দঙ্গল’, ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’, ‘লুকা ছুপি’, ‘পতি পত্নী অউর উয়ো’, ‘স্ত্রী’-এর মতো বহু ছবিতকে অপারশক্তির অভিনয় মনে রাখবেন দর্শক। তাঁর পারফরম্যান্স প্রশংসিত হয়েছিল বলি মহলেও। তাঁর পরের ছবি ‘হেলমেট’। এই ছবির প্রসঙ্গে অপারশক্তি বলেছিলেন, “হেলমেট এমন একটি শব্দ যা বললে কন্ডোমের কথা মনে পড়ে। এই ছবির গল্প কন্ডোম নিয়ে।” সৎরাম শ্রীমানি পরিচালিত এই ছবিতে অপারশক্তি ছাড়াও অভিনয় করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আশিস ভার্মা, প্রানূতন বহলে প্রমুখ। কেরিয়ারের পাশাপাশি এখন পরিবারও অপারশক্তির প্রায়োরিটি হতে চলেছে বলে খবর বলিউডে।