নুসরত ফারিয়ার পর এবার অপু বিশ্বাস। বঙ্গবন্ধুর জীবনী নিয়ে তৈরি শ্যাম বেনেগালের ছবি ‘মুজিব’-এ শেখ হাসিনার চরিত্রে সম্প্রতি অভিনয় করতে দেখা গিয়েছে নুসরত ফারিয়াকে। এবার সলমন হায়দার পরিচালিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অপু বিশ্বাসকে। ছবির পরিচালক সলমন হায়দার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার জন্য অপু মাত্র ১০০ টাকা পারিশ্রমিক নেবেন। আপাতত শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নায়িকা অপু। এ দিকে, বাংলাদেশের নির্বাচন শেষ যাওয়ার পর অনেকেরই প্রশ্ন: অপু কি রাজনীতিতে আসছেন? ঢাকা-১০ আসনে চিত্রনায়ক ফেরদৌসের সমর্থনে গত ৩ জানুয়ারি হাজারিবাগে ‘চামড়া শিল্প সংশ্লিষ্ট’ সংগঠনের তরফে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ভোট চাইতে দেখা গিয়েছে অভিনেত্রী অপু বিশ্বাসকে (‘ফেরদৌস ভাই’ বলে অভিনেতাকে ডাকেন অপু)।
১০০-রও বেশি সিনেমায় কাজ করার পর তবে কি রাজনীতির অঙ্গনই পরবর্তী পরিকল্পনা অপুর? TV9 বাংলাকে অপু যা বললেন:
প্রশ্ন: আপনি কি তবে এবার পাকাপাকিভাবে রাজনীতিতে আসছেন?
উত্তর: না। এখনই পুরোপুরি নয়। ভবিষ্যত বলবে। তাছাড়া সভানেত্রী আর অভিনেত্রী বেলাশেষে একই।
প্রশ্ন: কোন পার্টিকে সমর্থন করেন আপনি?
উত্তর: আমি মনেপ্রাণে আওয়ামী লীগ।
প্রশ্ন: রাজনীতিতে আপনার আদর্শ কে?
উত্তর: মাননীয়া শেখ হাসিনা।
প্রশ্ন: শেখ হাসিনা আদর্শ কেন?
উত্তর: তিনি সংস্কৃতিমনস্ক মানুষ। সংস্কৃতি জগতের কলাকুশলীদের আগলে রাখেন। দেশের নির্ভরযোগ্য নেত্রী।
প্রশ্ন: মহিলা সংরক্ষিত প্রার্থী হচ্ছেন ?
উত্তর: হ্যাঁ।
নতুন বছরের প্রথমেই নির্বাচন ছিল বাংলাদেশে (৭ জানুয়ারি)। প্রতিদিনই ঠাসা কর্মসূচি ছিল অপুর। বহু অফার এলেও বেছে-বেছেই ছবি করতে চান ঢালিউড কুইন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভাল সম্পর্ক অপুর। মনে প্রাণে আওয়ামী লীগ। ঢাকা ১০-এ এবার নৌকা চিহ্নে প্রার্থী হয়েছিলেন ফেরদৌস। এটি অপুর ভোটকেন্দ্রের অন্তর্ভুক্ত এলাকার বাইরে হলেও তিনি গলা ফাটিয়েছেন প্রিয় ‘ফেরদৌস ভাই’য়ের জন্য। অপু জানিয়েছেন, নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে তাঁর একাধিক পরিকল্পনা রয়েছে। নারীদের জন্যে কাজ করতে চান অপু। তাঁর মতে, নারীশক্তিকে ঠিকভাবে তুলে ধরতে একজন নারীই সবচেয়ে বেশি সক্ষম। আর এক্ষেত্রে অভিনেত্রী আবারও তাঁর নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদাহরণ দিয়েছেন।
নিজ জীবনেও অপু একজন স্বয়ংসম্পূর্ণ নারী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। শাকিব খান প্রসঙ্গে যখন বারবার তাঁকে নিয়ে তুমুল চর্চা-আলোচনা-সমালোচনা চলেছে, তখন অপু জানিয়েছেন, শুধু কাজের মধ্যেই ডুবে থাকতে চান তিনি। সঙ্গে তাঁর এক এবং একমাত্র দায়িত্ব-কর্তব্য হল, সন্তান জয়। মা হিসেবে কোনও খামতি তিনি রাখতে চান না অপু। একথা নিজ মুখেও একাধিকবার বলেছেন অভিনেত্রী। এ দিকে, সদ্য নিজের প্রযোজনা সংস্থা লঞ্চ করেছেন অপু। নতুন বছরে হাজারো কাজ সামলে অভিনয়ের পাশাপাশি বেশ কিছু ছবির প্রযোজনার দায়িত্ব নিতে পারেন অপু।