‘মনে হচ্ছে বাবা-মেয়ে’! ৫৭-র আরবাজকে বয়স নিয়ে তুলোধনা, কতটা ছোট স্ত্রী?

Jan 06, 2024 | 6:03 PM

Arbaaz Khan: সুরহা খান-- বলিউডের মেকআপ আর্টিস্ট। সম্প্রতি আরও এক পরিচয় তাঁর নামের পাশে যোগ হয়েছে। খান পরিবারের 'বহু' তিনি। স্বামী আরবাজ খান, সম্পর্কে সলমন খানের ছোট ভাই। এবার সুরহা ও আরবাজকে নিয়ে চরম তুলোধনা।

মনে হচ্ছে বাবা-মেয়ে! ৫৭-র আরবাজকে বয়স নিয়ে তুলোধনা, কতটা ছোট স্ত্রী?
সুরহা খান ও আরবাজ খান।

Follow Us

সুরহা খান– বলিউডের মেকআপ আর্টিস্ট। সম্প্রতি আরও এক পরিচয় তাঁর নামের পাশে যোগ হয়েছে। খান পরিবারের ‘বহু’ তিনি। স্বামী আরবাজ খান, সম্পর্কে সলমন খানের ছোট ভাই। এবার সুরহা ও আরবাজকে নিয়ে চরম তুলোধনা। কারণ একটাই, স্ত্রী নয়, সুরহাকে নাকি আরবাজের মেয়ে মনে হচ্ছে, এমনটাই বলে বসলেন নেটিজেনদের একটা বড় অংশ। দু’জনের বয়স ফারাক কত জানেন? আরবাজের থেকে ঠিক কতটা ছোট সুরহা?

বিয়ে সেরে সারহাকে নিয়ে বিদেশে উড়ে গিয়েছিলেন আরবাজ। হানিমুন কাটিয়ে এই সদ্য দেশে ফিরেছেন তাঁরা। বিমানবন্দরে নামতেই ক্যামেরাবন্দি হন। সুরহা লাইমলাইট থেকে কিছুটা তফাতে থাকতেই পছন্দ করেন। অত ক্যামেরা দেখে সুরহার অসুবিধের কথা বুঝতে পেরে খানিক রেগেই যান আরবাজ। পাপারাৎজিদের খানিক কড়া ভাষাতেই সেখান থেকে চলে আসতে বলেন। আর তাতেই ‘এজ শেমিং’ অর্থাৎ বয়স নিয়ে কটাক্ষের মুখে পড়েছেন আরবাজ। আরবাজের এই মুহূর্তে বয়স ৫৭ বছর। অন্যদিকে বলিউডে বিভিন্ন সূত্র জানাচ্ছে, সুরহার এই মুহূর্তে বয়স ৪১ বছর। অর্থাৎ আরবাজের থেকে প্রায় ১৫ বছরের ছোট তিনি। অতীতে কিন্তু এর থেকেও ছোট মেয়েকে ডেট করেছেন আরবাজ। মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর তিনি সম্পর্কে জড়ান মডেল জর্জিয়া আন্দ্রেয়ানির সঙ্গে। জর্জিয়া তাঁর থেকে প্রায় ২১ বছরের ছোট ছিলেন। কিছু মাস আগেই বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। সুরহার সঙ্গে অল্পদিনের আলাপেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন আরবাজ। তাঁরা সুখে আছেন, ভাল আছেন, ট্রোলিংয়ে পাত্তা দিতে তাই নারাজ তাঁরা।

এর আগে মালাইকা অরোরার সঙ্গে বিয়ে হয়েছিল আরবাজের। তাঁদের এক ছেলে রয়েছে। নাম আরহান খান। দীর্ঘ দিনের বিবাহিত জীবনের পর গত ২০১৭ সালে তাঁরা আলাদা হয়ে যান।

 

Next Article