মালাইকার পর সুরা, দ্বিতীয় বিয়েও ভাঙছে আরবাজের? নিজেই জানালেন তৃতীয় বিয়ের কার্ড…
Arbaaz Khan Divorce: এবার সেই মুম্বইয়ের জনপ্রিয় মেকআপ আর্টিস্ট সুরা খানকেই বিয়ে করেন তিনি। সলমনের বাড়িতে বিয়ের সানাই সদ্য বেজেছে। সবে মাত্র একমাস। এরই মাঝে বিয়ে ভাঙার খবর জানিয়ে দিলেন আরবাজ? এও সম্ভব? সবে মাত্র এক মাস হয়েছে, এরই মাঝে বিবাদ!
২৪ ডিসেম্বর, ২০২৩ মহা সমারহে বিয়ে হয় সলমন খানের ভাই আরবাজ খানের। ১৯ বছর আগে সেই আরবাজই মালাইকা আরোরার গলায় মালা দিয়েছিলেন। প্রেম করে বিয়ে করেছিলেন তাঁরা। একে অন্যের সঙ্গে দীর্ঘদিন সংসারও করেছিলেন। তাঁদের রয়েছে একটি পুত্র সন্তানও। তবে হঠাৎই ঘটে ছন্দপতন। সংসার ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন মালাইকা আরোরা, দীর্ঘ দিন ধরে বিবাদ ছিল তুঙ্গে। পরবর্তীতে জানা যায় মালাইকার জীবনে আসে নয়া প্রেম। বনি কাপুরের ছেলে অর্জুন কাপুরকে মন দিয়েছেন তিনি। খবর প্রকাশ্যে আসতেই বিবাহ বিচ্ছেদের পথ বেছে নিয়েছিলেন তাঁরা। তবে থেকে আরবাজের জীবনেও বহু সম্পর্ক উঁকি দিয়েছে।
কখনও সামনে আসতে দেখা গিয়েছে মডেল, কখনও আবার মেকআপ আর্টিস্ট। এবার সেই মুম্বইয়ের জনপ্রিয় মেকআপ আর্টিস্ট সুরা খানকেই বিয়ে করেন তিনি। সলমনের বাড়িতে বিয়ের সানাই সদ্য বেজেছে। সবে মাত্র একমাস। এরই মাঝে বিয়ে ভাঙার খবর জানিয়ে দিলেন আরবাজ? এও সম্ভব? সবে মাত্র এক মাস হয়েছে, এরই মাঝে বিবাদ!
age dekhiye #BB17 main hone walah hai #BhartiSingh comedy with #sohail & #arbaazkhan . AND MILEGA TOP 3 SE TOP 2 of #BB17Finale . . HBD KING MUNAWAR Follow Me 🙏 #BB17Finale #MunawarFaraqui𓃵 #BB17 #MKJW #MunwarKiJanta #MannaraFam pic.twitter.com/hZgYJxSGBs
— LiveKhabri❄ (@theLiveKhabri) January 28, 2024
সদ্য হয়ে গেল বিগ বস-এর গ্র্যান্ড ফিনালে। সেখানেই এবার সলমন খানের সঙ্গে যোগ দিলেন তাঁর দুই ভাই সোহেল ও আরবাজ খান। সেখানেই দ্বিতীয় স্ত্রী সুরাকে নিয়ে উপস্থিত হলেন আরবাজ। যেভাবে তাঁদের স্বাগত জানান হল এই শোয়ে, তা দেখে অবাক জুটি। স্পষ্ট মন্তব্য করে বসলেন আপনারা এমন করছেন, যেন আমিই প্রথম যে বিয়ে করেছে। এরপরই তাঁকে থামিয়ে কমেডিয়ান ভারতী সিং আরবাজকে প্রশ্ন করে বসেন, তাঁকে কেন বিয়েতে নিমন্ত্রণ করা হল না? আরবাজ হাসতে হাসতে জানিয়ে দিলেন, পরের বিয়েতে তিনি নিঃসন্দেহে ভারতীকে বলবেন। আরবাজের এই মজার উত্তর শুনেই নেটপাড়ার প্রশ্ন, তবে কী এই বিয়ে ভাঙারও সম্ভাবনা রয়েছে? হঠাৎ কেন এমন মন্তব্য করে বসলেন তিনি? উত্তর খুঁজছে নেটপাড়া।