AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভষ্ম আরতি দর্শন করলেন অরিজিৎ, স্ত্রীকে নিয়ে ভোর রাতে পুজো দিলেন মহাকালেশ্বরে

২০ এপ্রিল সকালে স্ত্রী কোয়েল সিং-কে নিয়ে উজ্জয়িনীর বিখ্যাত মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন তিনি। মন্দিরে তাঁদের পুজো দেওয়ার একাধিক ভিডিয়ো থেকে ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, তা দেখে মুগ্ধ অনুরাগীরা।

ভষ্ম আরতি দর্শন করলেন অরিজিৎ, স্ত্রীকে নিয়ে ভোর রাতে পুজো দিলেন মহাকালেশ্বরে
| Edited By: | Updated on: Apr 20, 2025 | 12:37 PM
Share

অরিজিৎ সিং, বরাবরই তিনি ঈশ্বরে বিশ্বাসী। ভক্তভরে পুজো দিতে তাঁকে একাধিকবার দেখা গিয়েছে। সেই সকল ছবিও রাতারাতি নেটদুনিয়ায় হয়ে উঠেছে ভাইরাল। এবার আরও এক ভক্তি ভরে পুজো দিতে গেল জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংকে। রবিবার, ২০ এপ্রিল সকালে স্ত্রী কোয়েল সিং-কে নিয়ে উজ্জয়িনীর বিখ্যাত মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন তিনি। মন্দিরে তাঁদের পুজো দেওয়ার একাধিক ভিডিয়ো থেকে ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, তা দেখে মুগ্ধ অনুরাগীরা।

এদিন অরিজিৎ পরেছিলেন গেরুয়া নামাবলী প্লিন্টের কুর্তা ও লালচে ধুতি। স্ত্রী কোয়েলের পরনে ছিল একই রঙের শাড়ি সঙ্গে একটি নীল শাল। দু’জনের কপালেই ছিল গাঢ় হলুদ চন্দনের তিলক। মন্দিরের পুরোহিত অরিজিৎ-এর গলায় পরিয়ে দেন ওঁ লেখা লাল উত্তরীয়। তাঁরা দু’জনেই মন্দিরের ভষ্ম আরতি দর্শন করেন। এরপর কিছুক্ষণ নন্দী হলে বসে ধ্যান করেন, চোখ বন্ধ করে শান্তভাবে সময় কাটান তাঁরা মন্দির চত্বরে।

বর্তমানে দেশজুড়ে বিভিন্ন শহরে কনসার্টে ব্যস্ত অরিজিৎ সিং। একদিন আগেই, অর্থাৎ ১৯ এপ্রিল তিনি শো করেছেন ইন্দোরে। তার আগে পারফর্ম করেছেন দিল্লি, মুম্বই, পুণে-সহ একাধিক শহরে। এই ব্যস্ততার মাঝেও মহাকালের দর্শনে এসে পুজো দেওয়া অনুরাগীদের মন ছুঁয়ে গিয়েছে। অরিজিৎ সিং-এর অনুরাগীর সংখ্যা নেহাতই কম নয়। দেশ থেকে বিদেশ, গায়কের গানে মুগ্ধ আট থেকে আশি। তবে কেবল গানই নয়, গানের পাশাপাশি তাঁর সাধারণ জীবনযাপনও সকলের প্রশংসার কেন্দ্রে জায়গা করে নেয়।