
বর্তমান প্রজন্মের হৃদস্পন্দন, ভারতের সবথেকে জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং কি তবে গান গাওয়া ছেড়ে দিচ্ছেন? বছরের শুরুতেই ভক্তদের জন্য এমনই এক চরম দুঃসংবাদ বয়ে আনলেন এই তারকা শিল্পী। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক দীর্ঘ পোস্টের মাধ্যমে ‘প্লেব্যাক’ বা সিনেমার গান গাওয়া থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছেন তিনি। যদিও তিনি স্পষ্ট করেছেন যে, গান বানানো তিনি এখনই থামিয়ে দিচ্ছেন না।
ইনস্টাগ্রামে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে অরিজিৎ লেখেন, “সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। গত কয়েক বছরে শ্রোতা হিসেবে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আজ আমি আনন্দের সঙ্গেই জানাচ্ছি যে, এখন থেকে প্লেব্যাক গায়ক হিসেবে আমি আর নতুন কোনও কাজ নেব না। আমি এখানেই ইতি টানছি। এই সফরটা ছিল সত্যিই অপূর্ব।”
ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অরিজিৎ আরও বলেন, “ঈশ্বর আমার প্রতি অত্যন্ত সদয় ছিলেন। আমি ভালো মিউজিকের অনুরাগী। ভবিষ্যতে একজন সামান্য শিল্পী হিসেবে আরও নতুন কিছু শেখার এবং ব্যক্তিগতভাবে কিছু করার চেষ্টা করব। আপনাদের সমর্থনের জন্য আবারও ধন্যবাদ। তবে আগের কিছু কাজ এখনও বাকি আছে, সেগুলো শেষ করব। তাই এই বছর হয়তো আমার আরও কিছু গান মুক্তি পেতে পারে। আমি স্পষ্ট করে দিতে চাই যে, গান তৈরি করা আমি বন্ধ করছি না।”
অরিজিতের এই সিদ্ধান্তে নেটপাড়ায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে। অনুরাগীদের মধ্যে কেউ কেউ এই সিদ্ধান্তকে বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে বা মহেন্দ্র সিং ধোনির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের মতো ‘বড় ধাক্কা’ হিসেবে বর্ণনা করেছেন। এক ভক্ত লিখেছেন, “বিরাট কোহলির টেস্ট অবসর থেকে যে ধাক্কাটা পেয়েছিলাম, এটা সেই পর্যায়ের শক।” অন্য একজন অনুরাগী মন্তব্য করেছেন, “তিনি গান বানাবেন বলেছেন ঠিকই, কিন্তু সিনেমায় গায়ক হিসেবে তাঁকে পাওয়া যাবে না ভাবলেই খারাপ লাগছে। তবে সিদ্ধান্তটা ওঁর একান্ত ব্যক্তিগত, ওঁর আগামীর জন্য শুভকামনা রইল।”
কয়েক দিন আগেই সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে গান গেয়েছেন তিনি। এই ছবির ‘ক্ষণে গোরাচাঁদ’ গানটি জনপ্রিয়তা শীর্ষে। শুধু এই গানটি নয়, সম্প্রতি বেশ কিছু হিন্দি ছবিতেও তাঁর গান মুক্তি পেয়েছে। রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’-এ ‘গেহরা হুয়া’ গানটিও শ্রোতাদের পছন্দের তালিকায় সবার উপরে। আগামী ছবি ‘ও রোমিয়ো’-তেও রয়েছে অরিজিতের গান।
অরিজিৎ সিং গানের পাশাপাশি সিনেমা পরিচালনাও করেছেন। ইতিমধ্যেই দু’টি ছবির পরিচালনার দায়িত্বে তিনি। শুটিংও করেছেন নিয়ম করে। তাঁর প্রথম ছবি ‘সা’ এখনও মুক্তির প্রতীক্ষায়। এই ছবির শুটিং হয়েছে অনেকটাই বোলপুরের নানা জায়গায়।
সঙ্গীত মহলের একাংশের ধারণা, অরিজিৎ হয়তো গতানুগতিক সিনেমার গানের বাইরে এসে নিজের স্বাধীন মিউজিক বা ‘ইন্ডিপেন্ডেন্ট মিউজিক’-এ বেশি সময় দিতে চান। তবে কারণ যাই হোক না কেন, সিনেমার পর্দায় অরিজিতের সেই জাদুকরী কণ্ঠস্বর আর শোনা যাবে না ভেবেই ভারাক্রান্ত কোটি কোটি সঙ্গীতপ্রেমী মানুষের মন।