ভাল নেই অরিজিৎ সিং। তবে ঠিক কী হয়েছে তাঁর, তা এখনই স্পষ্ট করে জানালেন না গায়ক। কেবল সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্ট করে জানিয়েছেন, চলতি মাসের সমস্ত শো তিনি বাতিল করছেন। সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করে অরিজিত লেখেন, ” বলতে খুবই কষ্ট হচ্ছে, তবু সবাইকে জানাচ্ছি চিকিৎসাগত কারণে এক সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি। বাধ্য হচ্ছি অগস্টের যাবতীয় শো বন্ধ রাখতে। জানি আপনারা শো’র জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। সবাইকে নিরাশ করার জন্য আমি ক্ষমাপ্রার্থী। আপনাদের ভালবাসাই আমার শক্তি। এই বাধার সঙ্গে সঙ্গে এক প্রতিজ্ঞা নিলাম যখন আবার দেখা হবে তা আরও মোহময় হবে। আমার অবস্থা বোঝার জন্য ধন্যবাদ। তবে আরও একবার ক্ষমা চাইছি। একই সঙ্গে জানালাম ভালবাসাও। ভালবাসাসহ অরিজিৎ সিং।”
আর এতেই ভেঙেছে ভক্তদের মন। এক একটি কনসার্ট পিছু লাখ লাখ টাকা আয়। তাঁর একটি গান ছবিতে থাকা মানেই হিট। দর্শকদের মুখে মুখে ফেরে সেই গান। শোনা যায় এই একই কারণে সলমন খানের সঙ্গেও মিটে গিয়েছে তাঁর দূরত্ব। টাইগার থ্রি ছবিতে গান গাইতে শোনা গিয়েছে গায়ক অরিজিৎ সিংকে। অরিজিৎ মানেই এখন ভক্ত মনে উত্তেজনা। তাঁকে ছাড়া সিনে পাড়ার গানের জগত যেন অচল একপ্রকার। অধিকাংশ হিট গানই এখন তাঁর ঝুলিতে। এক একটি কনসার্টে মোটা টাকা দিয়ে দর্শকেরা এসে থাকেন।
সেই অরিজিৎ সিং বিভিন্ন অনুষ্ঠানের জন্যই চাকত পাখির মত অপেক্ষায় থাকেন ভক্তরা। মোটা টাকায় কেনেন এক একটি টিকিট। ২০২৩ সালে বলি মুভি রিভিউ-র প্রতিবেদন অনুযায়ী তাঁর সম্পত্তির পরিমাণ ১৪৯ কোটি টাকা। বছরে তিনি গড়ে আয় করে থাকেন ৭২ কোটি টাকা। তবে অরিজিৎ সিং-এর ক্ষেত্রে বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়ার ক্ষেত্রে বিষয়টা মোটেও এমন নয়। শোন যায় তিনি নাকি পারিশ্রমিক বাবদ এ ক্ষেত্রে নিয়ে থাকেন মোট ৫ কোটি টাকা। তবে অরিজিৎ বা তাঁর টিম সূত্রে এই বিষয় কিছুই জানা যায়নি।