দুটো পয়সা বাঁচাতে মুম্বইতে গিয়ে কোন কাজ করেন না অরিজিৎ? শুনলে চমকে যাবেন

Jan 22, 2025 | 2:23 PM

Arijit Singh: অরিজিৎও সেই তালিকা থেকে ব্যতিক্রমী নন। তাঁর গালে দাড়ি লুকেই তিনি পরিচিত। তবে ২০১৬ সালে কপিল শর্মার শো-তে এসে এই প্রসঙ্গে মজা করেই এক মন্তব্য করেছিলেন তিনি।

দুটো পয়সা বাঁচাতে মুম্বইতে গিয়ে কোন কাজ করেন না অরিজিৎ? শুনলে চমকে যাবেন

Follow Us

অরিজিৎ সিং-কে নিয়ে বরাবরই ভক্তমনে কৌতুহলের পারদ তুঙ্গে। অরিজিৎ বরাবরই ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই বেশি পছন্দ করেন। তাই খুব একটা প্রশ্নের উত্তর দিতে তাঁকে দেখা যায় না। কেবল কাজের সঙ্গে তাঁর যোগসূত্র। কাজের জন্যই তিনি মাঝে মধ্যে উপস্থিত ক্যামেরার সামনে। তবে দর্শকদের সঙ্গে খুব একটা কথপোকথন হয় না তাঁর। যার ফলে অরিজিতের ভক্তদের মনে বরাবরই আপেক্ষ বর্তমান।

কিন্তু তাঁকে ঘিরে প্রশ্ন ভক্তমনে উপচে পড়ে প্রতি নিয়ত। প্রত্যেকেরই নিজ-নিজ একটি স্টাইল থাকে। অরিজিৎও সেই তালিকা থেকে ব্যতিক্রমী নন। তাঁর গালে দাড়ি লুকেই তিনি পরিচিত। তবে ২০১৬ সালে কপিল শর্মার শো-তে এসে এই প্রসঙ্গে মজা করেই এক মন্তব্য করেছিলেন তিনি। দাড়ি কামানোর সময় পাননি অরিজিৎ, এমন মন্তব্য করায় গায়ক উত্তর দিয়েছিলেন তিনি বলিউডে দাড়ি কামান না। কারণ হিসেবে জানিয়েছিলেন, সেখানে খুব খরচ। সেই কারণেই বলিউডে গিয়ে তিনি দাড়ি কামানো থেকে বিরত থাকেন। যদিও এটা সকলেরই জানা যে এটাই অরিজিতের লুক। কেবল কপিলকে পাল্টা উত্তরে মজা দিতেই এমন মন্তব্য করেছিলেন তিনি।

যদিও এক্ষেত্রে আসল সত্যি হল, অরিজিৎ মুম্বইতে থাকতেই পছন্দ করেন না। তিনি কাজ না থাকলে সরাসরি জিয়াগঞ্জে ফিরে আসেন। অপ্রয়োজনে বন্ধ করে রাখেন তাঁর ফোনও। অরিজিৎ সিং পরিবারের সঙ্গে বাড়িতেই সময় কাটান। বিশেষ কোনও কোনও সেলিব্রেশনে তিনি কাজ না রাখারই চেষ্টা করেন। সাধারণ মধ্যবিত্ত জীবন যাপন করতেই পছন্দ করেন তিনি।

Next Article