
সম্প্রতি অরিজিৎ সিং-কে ঘিরে বেজায় জলঘোলা নেটপাড়ায়। রবীন্দ্র সঙ্গীত গাইতে নাকি তিনি ১.৫ কোটি টাকা দাবি করেছেন। এক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী বাবুল সুপ্রিয়র কাছে একটি মিউজিক ভিডিয়োর প্রস্তাব আসে। যেখানে বহু শিল্পীর একক রবীন্দ্র সঙ্গীত গাইবার কথা ছিল। তালিকায় ছিল অরিজিৎ সিং-এর দুটি গান। যা বাবদ তাঁর টিম বাবুল সুপ্রিয়কে জানায় ৩ কোটি টাকা পারিশ্রমিক লাগবে। শোনা মাত্রই অবাক হয়েছিলেন বাবুল। প্রশ্ন তুলেছিলেন এটা কীভাবে সম্ভব। অরিজিৎ তো এক সাদামাটা মানুষ,তিনি এত টাকা সত্যি চেয়েছেন? বিশ্বাস করতে পারেনি গায়ক। এই খবর ছড়িয়ে প়তেই শোরগোল শুরু হয়ে যায় নেটপাড়ায়। এবার অরিজিতের হয়ে কলম ধরছেন অনেকেই।
এক অঙ্কন শিল্পী অনিকেত মিত্র এবার করলেন এক দীর্ঘ পোস্ট। লিখলেন, “রবীন্দ্রনাথের গান গাইতে গেলেই বিনে পয়সায় গাইতে হবে এমন কথা কোথায় লেখা আছে আমি জানি না। অনেক পরিশ্রম করে অরিজিৎ সিং এই জায়গায় পৌঁছেছে। ওর সাধারন জীবন যাপনের সঙ্গে কোটি টাকার পারিশ্রমিক কোনোভাবেই যুক্ত নয়। বেশ করেছে তিন কোটি টাকা চেয়েছে। যে দেশে সঙ্গীত জগতের পরিকাঠামো এত নড়বড়ে, সেই দেশে একজন আন্তর্জাতিক মানের শিল্পী তার কন্ঠের ন্যায্য মূল্য চেয়েছেন। বাবুল সুপ্রিয় দেখলাম ইন্টারভিউতে বলেছেন, অরিজিতের এত সাদামাটা জীবনযাত্রার জন্য তিন কোটি পারিশ্রমিক দাবি অন্যায়।”
এখানেই শেষ নয়, তিনি আরও লেখেন, “আমি ন্যায্যমূল্য না পেলে কাজে হাত অবধি দিই না। বন্ধুত্ব – পরিবার – সম্পর্ক, এগুলোর সঙ্গে আমার মেধার কোনোরকম আপোষ আমি করতে দেব না। তার প্রধান দুটো কারণ, আমাদের দেশে শিল্পীদের আজও সম্মান ‘ছিনিয়ে’ অর্জন করতে হয়। দ্বিতীয়ত, শিল্পীদের যোগ্যতায় পৃথিবীর বিষাদ কিছুটা হলেও কমে – সেটা আজও সাধারণ মানুষের বিশ্বাস হয় না। শিল্প আজও বিলাসিতার নাম হয়েই রয়ে গিয়েছে। অরিজিৎ সিং – রবীন্দ্রনাথের গান গেয়েছেন!’ – কথাটায় না অরিজিতের গৌরব বৃদ্ধি হবে, না রবীন্দ্রনাথের অমর্যাদা হবে। আখেরে লাভের গুড় খাবেন তাঁরা, যাঁরা এই মিউজিক লঞ্চের সঙ্গে ব্যবসা করবে। কাজেই অরিজিৎ তিন কোটি দুটো গানের জন্য কেন, প্রতিটি গানের জন্য চাইলেও কোনও অন্যায় করেননি। বেশ করেছেন।”