
সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং এখন গোটা দেশের হৃদয়ে বাস করেন। তাঁর গানে মজে সকলে। তবে সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং-এর প্লেব্যাক শুরুর কাহিনি জানা গেল সঙ্গীত শিল্পী রেখা ভরতদ্বাজের সাক্ষাৎকার থেকে। সম্প্রতি একটি পডকাস্টে হাজির ছিলেন রেখা ভরদ্বাজ। তিনি জানিয়েছেন, ‘বরফি’ ছবির জন্য গান তৈরি করছিলেন, সুরকার প্রীতম। তিনি একদিন রেখা ভরদ্বাজকে ফোন করে জানালেন, ‘বরফি’তে একটি গান রেখাজিকে গাইতে হবে। রেখা প্রীতমকে জানিয়েছিলেন, গানটি পাঠাতে, কারণ ‘ফির লে আই …’ গানটি বিশাল ভরতদ্বাজ শুনতে চেয়েছেন। তখন অরিজিৎ সিং-এর গলায় একটি স্ক্র্যাচ অডিও প্রীতম পাঠায় রেখাকে। এই প্রথম নতুন গলা শোনেন রেখা। তখন প্রীতমকে তিনি জিজ্ঞেস করেছিলেন, এই গানটি অরিজিৎকে দিয়ে কেন গাওয়াচ্ছেন না? উত্তরে প্রীতম জানান, অনুরাগ স্যার (পরিচালক অনুরাগ বসু) এই গানটি মহিলা কন্ঠে চাইছেন।
এরপর প্রায় অনেকটা সময় কেটে গিয়েছে। প্রীতম আবার রেখাকে ফোন করে বলেন, মুম্বই এসে গানটি রেকর্ড করতে হবে। রেখা ভরদ্বাজ যখন মুম্বই এই গানটির রেকর্ড করতে যান, তখন অরিজিতের সঙ্গে আলাপ হয়। তখন রেখা অরিজিৎকে ডেকে বলেন, ওর গাওয়া গানের শেষে যে আলাপটা করেছে, সেটাকে প্রায় কপি করে দিয়েছেন তিনি। এরপর আবার প্রীতমকে জিজ্ঞাসা করেন, নতুন এই ছেলেটাকে দিয়ে গাওয়াচ্ছোনা কেন? উত্তরে প্রীতম বলেন, অরিজিতের বহু গান এবার আসতেই থাকবে।
রেখা ভরতদ্বাজ বুঝতে পারেন, আপাতত অরিজিতকে দিয়ে কবে গান রেকর্ড করবে কোন প্ল্যান করা নেই প্রীতমের। রেখা গান রেকর্ড করে ফিরে আসেন দিল্লি।
এর কিছুদিন পর অরিজিৎ মেসেজ করে রেখা ভরতদ্বাজকে জানান, তাঁর বলার পরই অরিজিৎ সিং-এর গলায়, ‘ফের লে আই ..’ গানটা সিনেমায় রেখে দেন প্রীতম। এরপর অরিজিতের বহু গান দর্শকদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে।