পাকাপাকি ‘অবসর’ নয়, জানেন কত দিন সিনেমার গান থেকে দূরে থাকবেন অরিজিৎ? নতুন তথ্য ঘিরে জল্পনা

সাফল্যের শিখরে থাকাকালীন কেন এই চরম সিদ্ধান্ত, তা নিয়ে দানা বেঁধেছিল হাজারো রহস্য। তবে ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। শোনা যাচ্ছে, অরিজিতের এই ‘অবসর’ চিরতরের জন্য নয়, বরং তা এক বছরের একটি পরিকল্পিত বিরতি মাত্র।

পাকাপাকি অবসর নয়, জানেন কত দিন সিনেমার গান থেকে দূরে থাকবেন অরিজিৎ? নতুন তথ্য ঘিরে জল্পনা

|

Jan 28, 2026 | 2:41 PM

মঙ্গলবার রাতে অরিজিৎ সিংয়ের প্লেব্যাক থেকে অবসরের ঘোষণায় কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা বিনোদন জগত। সাফল্যের শিখরে থাকাকালীন কেন এই চরম সিদ্ধান্ত, তা নিয়ে দানা বেঁধেছিল হাজারো রহস্য। তবে ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। শোনা যাচ্ছে, অরিজিতের এই ‘অবসর’ চিরতরের জন্য নয়, বরং তা এক বছরের একটি পরিকল্পিত বিরতি মাত্র।

সূত্রের খবর অনুযায়ী, অরিজিৎ সিং দীর্ঘকাল ধরে চলচ্চিত্র পরিচালনার স্বপ্ন দেখছেন। ‘হিন্দুস্তান টাইমস’-এর একটি রিপোর্টে দাবি করা হয়েছে, গায়ক এখন তাঁর প্রথম পরিচালিত ছবির কাজে অত্যন্ত ব্যস্ত। এই প্রজেক্টটির জন্য বিপুল সময় এবং পরিশ্রম প্রয়োজন। হাতে একগুচ্ছ প্লেব্যাকের অফার থাকলে পরিচালনার কাজে মন দেওয়া অসম্ভব ছিল, আর সেই কারণেই তিনি নতুন কোনও গান না গাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এক বছরের এই বিরতিতে তিনি তাঁর পরিচালক সত্তাকেই পর্দায় ফুটিয়ে তুলতে চান।

‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেলে অনুরাগীদে সঙ্গে কথোপকথনে একগুচ্ছ কারণ তুলে ধরেছেন তিনি। অরিজিৎ জানিয়েছেন, এই সিদ্ধান্ত হুট করে নেওয়া নয়, বরং দীর্ঘদিনের ভাবনা। গায়ক অকপটে স্বীকার করেছেন, “সত্যি বলতে, আমি ক্লান্ত। একঘেয়েমি আমাকে খুব দ্রুত গ্রাস করে, তাই আমি প্রায়ই আমার গানের মিউজিক অ্যারেঞ্জমেন্ট বদলে ফেলি। বেঁচে থাকার জন্য আমাকে এখন অন্য ধরণের মিউজিক নিয়ে গবেষণা করতে হবে।” পাশাপাশি ইন্ডাস্ট্রিতে নতুন প্রতিভাদের জায়গা করে দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। তিনি চান এমন কোনো নতুন গলার স্বর আসুক, যা তাঁকে নতুন করে অনুপ্রাণিত করবে।

সম্প্রতি ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবির ‘মাতৃভূমি’ গানটি অরিজিতের সবশেষ প্লেব্যাক রিলিজ হিসেবে মুক্তি পেয়েছে। প্লেব্যাক থেকে দূরে থাকলেও গায়ক তাঁর লাইভ কনসার্ট এবং নিজের মিউজিক লেবেল ‘ওরিয়ন’-এর মাধ্যমে স্বাধীন সঙ্গীত বা ইন্ডিপেন্ডেন্ট মিউজিক চালিয়ে যাবেন। অর্থাৎ গায়ক থেকে এবার পরিচালক হিসেবে অরিজিতের ‘সেকেন্ড ইনিংস’ দেখার অপেক্ষায় প্রহর গুনছেন তাঁর কোটি কোটি ভক্ত।