
২০২৫ সালে বাংলার ভাগ্যে একটি মাত্র জাতীয় পুরস্কার। ড্রামা জ্যঁরের ছবি ‘ডিপ ফ্রিজ’ বাংলার ঘরে জাতীয় পুরস্কার নিয়ে এল। পরিচালক অর্জুন দত্ত ও প্রযোজক কৃষ্ণ কয়াল যুগ্মভাবে এই পুরস্কার পেয়েছেন। এই খবর সামনে আসতেই TV9 বাংলা যোগাযোগ করেছিল পরিচালক অর্জুন দত্তর সঙ্গে, তিনি বলেন, “আমি খুব খুশি হয়েছি এই খবরে, যদিও একদম আশা করিনি এইরকম কিছু হতে পারে, শুধু এইটুকু বলতে পারি, খুব মন থেকে ‘ডিপ ফ্রিজ’ বানিয়েছিলাম। এই পুরস্কারে আমার মতো যাঁরা স্বাধীনভাবে ছবি তৈরি করার চেষ্টা করে, তাঁদের সকলের জয়, গোটা বাংলার দর্শকদের জয়।”
তিনি আরও বলেন, “২০২৩ সালে এপ্রিল-মে মাসে এই ছবির শুটিংয়ের কাজ শুরু হয়েছিল। আমার গোটা টিমকে শুভেচ্ছা, কম সময়ে সকলে ভালবেসে ছবিটি করেছিলাম। এই ছবিটি আরও অনেক ফেস্টিভ্যালে ঘুরেছে। এখনও ছবিটি মুক্তির দিন ঠিক হয়নি, সঠিক বলতে পারব না কবে দর্শকদের কাছে ছবিটি মুক্তি পাবে, ছবির প্রযোজক কৃষ্ণ কয়াল ও খুশি, আশাকরি ছবির মুক্তি নিয়ে শীঘ্রই কিছু সিদ্ধান্ত নেবেন।”
এই বছর মাত্র একটি বাংলা ছবি পুরস্কার পেয়েছে, এই বিষয়ে অর্জুন বলেন, “হ্যাঁ এই বছর কেবলমাত্র একটি বাংলা ছবি জাতীয় পুরস্কার পেল। অন্যান্য বছরে তো অনেকগুলো জাতীয় পুরস্কার বাংলার ঘরে আসে। এই বছর একটি ছবির জন্য পুরস্কার আসাতে আমার ভাল লাগেনি, অনেক ভাল ভাল ছবি ছিল, বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পাওয়া উচিত ছিল। ”
সবশেষে অর্জুন তাঁর অভিনেতা কলাকুশলীদের ধন্যবাদ জানান, সঙ্গে আরও বলেন, “কিছুদিন আগেই আমি মাকে হারিয়েছি, মা’ই নিশ্চয়ই কিছু কলকাঠি নেড়েছেন, তাই এই পুরস্কার পেলাম। বাড়ির সবাইকে নিয়ে আমি পুরস্কার আনতে যাব। “