‘ভয় লাগছে, লড়াইটা অর্জুনকে একাই লড়তে হবে’

মাদককাণ্ডে (Bollywood drug case ) জেরবার বলিউড। দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কপূর এবং সারা আলি খানের পর মাদক মামলায় ডাক পড়েছে অভিনেতা অর্জুন রামপালেরও (Arjun Rampal)।

'ভয় লাগছে, লড়াইটা অর্জুনকে একাই লড়তে হবে'
অর্জুন রামপাল।
Follow Us:
| Updated on: Nov 16, 2020 | 2:52 PM

TV9 বাংলা ডিজিটাল: মাদককাণ্ডে (Bollywood drug case ) জেরবার বলিউড। দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কপূর এবং সারা আলি খানের পর মাদক মামলায় ডাক পড়েছে অভিনেতা অর্জুন রামপালেরও (Arjun Rampal)। এ বার অর্জুন এবং তাঁর মাদকযোগ নিয়ে মুখ খুললেন অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু। সাফ জানালেন, অর্জুনকে নিয়ে যথেষ্ট ভয়ই পাচ্ছেন তিনি।

গত শুক্রবারই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) NCB মাদক মামলায় প্রায় ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন অভিনেতা অর্জুন রামপালকে। জেরা শেষে অর্জুন বলেন, ‘‘আমার বাড়িতে যে ওষুধ পাওয়া গিয়েছে, সেগুলি সবই প্রেসক্রিপশনে লেখা ছিল। চিকিৎসকের দেওয়া। আমি ইতিমধ্যেই এনসিবি’র কাছে প্রেসক্রিপশন জমা করেছি। মাদক সেবনের সঙ্গে আমার কোনও যোগ নেই।’’

এ দিন এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা ঘনিষ্ঠ ওই ব্যক্তির বক্তব্য, “একটা মেসেজ অথবা একটা কল। কাল আপনাকেও ডাকতে পারে এনসিবি। আমার ভয় লাগছে এই লড়াইটা অর্জুনকে একাই লড়তে হবে।” এনসিবি অর্জুনকে তলব করার পর সরাসরি তাঁর পাশে দেখা যায়নি কোনও বলিস্টারকেই। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর যে ভাবে বলিউডের মাদকযোগ প্রকাশ্যে এসেছে তাতে মুখ বন্ধ করাই যে আপাতত সমীচীন সে কথাই মনে করছেন বলিউডের অধিকাংশ তারকারা। প্রমাণ তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি। রিয়া চক্রবর্তীর উপর ‘মিডিয়া ট্রায়াল’ নিয়ে সোনম কপূর, বিদ্যা বালানসহ একাধিক তারকা সরব হলেও বলিউডের এ লিস্টার দীপিকা-শ্রদ্ধা-সারার তলব কার্যত চুপ করিয়ে দিয়েছে বলিউডকে। অর্জুনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি।

View this post on Instagram

A post shared by Arjun (@rampal72)

যদিও অর্জুনের এই খারাপ সময়েও পাশে আছেন তাঁর বন্ধু। তাঁর কথায়, “ওকে প্রথম যখন দেখি তখন বিপুল শাহ-র আঁখে-র শুট করছে। তখন থেকেই ও আমার বন্ধু। ওঁর ব্যক্তিগত জীবনের ওঠাপড়া কাছ থেকে দেখেছি। শক্ত চোয়াল। তা সবসময় উঁচু। চোখে হাসির আভাস। আমি ওকে বিশ্বাস করি।”

শুধু অর্জুনই নন, মাদক যোগে দু’দফায় জেরা করা হয়েছে তাঁর বান্ধবী গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসকেও। অর্জুনের গাড়ির চালককেও জিজ্ঞাসাবাদ করা হয়। অর্জুনের বাড়িতে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয় মোবাইল, ল্যাপটপ-সহ একাধিক সামগ্রী। গত ১৫ অক্টোবর গ্যাব্রিয়েলার ভাই এগিসিয়ালোস দেমেত্রিয়াদেসকে মাদক মামলায় লোনাভালার একটি রিসর্ট থেকে গ্রেফতার করে এনসিবি। মাদক যোগে গ্রেফতার করা হয় অর্জুন ঘনিষ্ঠ বন্ধু পল বার্টেলকেও।