সিরিয়ালে স্বামীর মৃত্যু, বাস্তবেও স্বামী-হারা পৌষমিতা! ‘তখনই সাবধান করেছিলাম…’

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, কিছু মাস যাবৎ অর্ণবের থেকে আলাদাই থাকছিলেন পৌষমিতা। যদিও তাঁদের অফিসিয়াল কোনও বিচ্ছেদ হয়নি। টিভিনাইন বাংলাকে অর্ণবের চলে যাওয়া নিয়ে মুখ খুলেছিলেন পৌষমিতা।

সিরিয়ালে স্বামীর মৃত্যু, বাস্তবেও স্বামী-হারা পৌষমিতা! 'তখনই সাবধান করেছিলাম...'
সিরিয়ালে পৌষমিতার স্বামীর মৃত্যু, বাস্তবেও হুবহু একই ঘটনা!
Follow Us:
| Updated on: Jan 13, 2024 | 5:22 PM

এ এক অদ্ভুত সমাপতন– এমনটা যে হতে পারে কেউ ভাবতেও পারছেন না। কী করে এভাবে মিশে যেতে পারে রিল ও রিয়েল? কী করে ঘুচে যেতে পারে মধ্যেকার যাবতীয় দেওয়াল? কিছু দিন আগেই যা করেছনে পর্দায়, সেই একই ঘটনা কী করে ঘটতে পারে পৌষমিতা গোস্বামী সঙ্গে? সেই প্রশ্নই এখন নেটিজেনদের মতে। কেউ লিখছেন, “তখনই সাবধান করেছিলাম। কমেন্টে লিখেছিলামও। এই সব চরিত্রে অভিনয় না করতে। শুনলেন না, এত বড় ক্ষতি হয়ে গেল।” আর একজন লেখেন, “এই তো সবে বিয়ে হয়েছিল। আপনার জন্য ভীষণ খারাপ লাগছে।”

দু’বছর আগে বিয়ে হয় ছোট পর্দার কর্মী পৌষমিতা গোস্বামীর। তিনি বিয়ে করেছিলেন ভালবাসার মানুষ অর্ণব রায়কে। অর্ণব একটি প্রযোজনা সংস্থার একটি গুরুত্বপদে ছিলেন কিছু দিন আগে পর্যন্তও। গত ১১ জানুয়ারি আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন অর্ণব। শরীরটাও ভাল যাচ্ছিল না তাঁর। পৌষমিতা এই মুহূর্তে মিঠিঝোরা ধারবাহিকে রাইয়ের মায়ের ভূমিকায় অভিনয় করছেন। সেখানেও দেখানো হয়েছে স্বামীর মৃত্যু হয়েছে কিছু দিন আগেই। পৌষমিতার জীবনেও সেই একই ঘটনা। সেই একই যন্ত্রণার মধ্যে দিয়ে বাস্তবেও যেতে হচ্ছে তাঁকে।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, কিছু মাস যাবৎ অর্ণবের থেকে আলাদাই থাকছিলেন পৌষমিতা। যদিও তাঁদের অফিসিয়াল কোনও বিচ্ছেদ হয়নি। টিভিনাইন বাংলাকে অর্ণবের চলে যাওয়া নিয়ে মুখ খুলেছিলেন পৌষমিতা। তিনি বলেন, “আমার আর অর্ণবের মধ্যে একটা সোল-কানেক্ট আছে। অনেক আগে চলে গেল আমাকে ছেড়ে। এটা চলে যাওয়ার বয়স না। কিন্তু আমাদের মধ্যে একটা আত্মিক যোগ আছে আগেই বললাম। আমি জানি ওর সঙ্গে আমার আবারও দেখা হবে। বাবা-মা আছেন। আমি তো এখনই ওদের ছেড়ে চলে যেতে পারি না। কিন্তু আমি জানি, যে মুহূর্তে আমি পৃথিবী ছাড়ব, ও আমার জন্য় দাঁড়িয়ে থাকবে পরপারে। সেদিন আমরা আবার একসঙ্গে থাকব।”