দেশে টিকাকরণ নিয়ে কী পরিকল্পনা? অপেক্ষায় অর্পিতা চট্টোপাধ্যায়

রণজিৎ দে |

May 07, 2021 | 7:25 PM

অর্পিতা চট্টোপাধ্যায় তাঁর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তিনি সদ্যই শুনেছেন আমেরিকায় ৪জুলাইয়ের মধ্যে গোটা দেশের ৭০ শতাংশ মানুষকে অন্তত একবার ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা নিয়েছেন বাইডেন। তিনি আশাবাদী তাঁর ভারতও খুব শীঘ্রই এমন কিছু যুগান্তকারী,ফলপ্রসূ সিদ্ধান্ত নেবে টিকাকরণের ব্যাপারে।

দেশে টিকাকরণ নিয়ে কী পরিকল্পনা? অপেক্ষায় অর্পিতা চট্টোপাধ্যায়
অর্পিতা চট্টোপাধ্যায়

Follow Us

ক্রমশ খারাপ হচ্ছে করোনা পরিস্থিতি। দৈনিক লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। মৃত্যুর হার ক্রমশই বাড়ছে। চারিদিকে শুরু হয়েছে হাহাকার। হাসপাতালে বেড নেই। কোথাও অক্সিজেন নেই। দেশজুড়ে চিতা জ্বলছে। এরই মধ্যে টলি-তারকাদের অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। নিজেদের সাধ্যমত করোনা আক্রান্তদের পাশে দাঁড়াচ্ছেন। কেউ অক্সিজেন যোগানের দায়িত্ব নিয়েছেন। কেউ অনবরত নিজের সোশ্যাল মিডিয়ার ওয়ালে করোনা চিকিৎসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে চলেছেন।

চিন্তিত অর্পিতা চট্টোপাধ্যায়। সবাই জানি করোনা-মুক্তির একমাত্র উপায় টিকাকরণ। ভারত সরকার মে মাস থেকে ১৮ ঊর্ধদের ভ্যাকসিন নেওয়ার অনুমতি দিয়েছেন। কিন্তু সারা ভারতে টিকাকরণের পরিকল্পনা কী? তা শোনার জন্যই অপেক্ষা করছেন অর্পিতা। তিনি তাঁর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তিনি সদ্যই শুনেছেন আমেরিকায় ৪জুলাইয়ের মধ্যে গোটা দেশের ৭০ শতাংশ মানুষকে অন্তত একবার ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা নিয়েছেন বাইডেন। তিনি আশাবাদী তাঁর ভারতও খুব শীঘ্রই এমন কিছু যুগান্তকারী,ফলপ্রসূ সিদ্ধান্ত নেবে টিকাকরণের ব্যাপারে। তিনি সেই পরিকল্পনা শোনার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কারণ তিনি জানেন, এই টিকাকরণেই মিলবে একমাত্র মুক্তি।

অর্পিতা ইতিমধ্যেই তাঁর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করোনা-সচেতনতা বাড়িয়ে তোলার চেষ্টা করে যাচ্ছেন। আইসোলেশনে থাকলে কী করা উচিৎ, কোভিডের কী কী উপসর্গ এমন সব অনেক গুরুত্বপূর্ণ তথ্য তিনি তাঁর ওয়ালে শেয়ার করে চলেছেন। সম্প্রতি রিলিজ করেছে তাঁর নতুন ছবি ‘অভিযাত্রিক’-এর ট্রেলার। ট্রেলারটি ইতিমধ্যেই সাড়া ফেলেছে। সত্যজিৎ রায়ের ‘অপু ট্রিলজি’-কে মাথায় রেখে পরিচালক শুভ্রজিৎ মিত্র এই ছবি বানিয়েছেন। তাঁর আরও এক নতুন ছবি রাজর্ষি দে-র ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ মুক্তির অপেক্ষায়। করোনা পরিস্থিতিতে এই ছবির মুক্তি পিছিয়েছে।

আরও পড়ুন:‘দময়ন্তী’ শুধু আর গোয়েন্দা নন! প্রতারণা করে তুহিনা বলছেন ‘হায় তৌবা’

Next Article