একদিনও সশরীরে ক্লাস না করে বিদেশে স্নাতক শাহরুখ পুত্র আরিয়ান; বিস্ফোরক শিক্ষিকরা
Aryan Khan: বাবা শাহরুখ খান এবং মা গৌরী খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ় থেকেই মুক্তি পাবে তাঁদের পুত্র আরিয়ান খানের প্রথম পরিচালিত কাজ ওয়েব সিরিজ় 'স্টারডম'। এই ওয়েব সিরিজ়টি মুক্তির আগেই তাঁর ক্যালিফোর্নিয়ার কলেজের শিক্ষিকারা ফাঁস করলেন গোপন সত্যি। আরিয়ান নাকি সশরীরে ক্লাসই করেননি। তা হলে কীভাবে স্নাতক স্তরের লেখাপড়ায় পাশ করলেন?

২০২০ সালে স্নাতক হয়েছেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। ইউনিভার্সিটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়া (ইউএসসি) অফ সিনেম্যাটিক আর্টস থেকে ছবি পরিচালনা নিয়ে পড়াশোনা করেছেন তিনি। সেই ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশন সেরিমনির ছবিও ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। কিন্তু এ কথা জানা গিয়েছে যে, কলেজের অধ্য়ক্ষ এলিজ়াবেথ ড্যালি এবং অধ্যাপক প্রিয়া জয়কুমার আরিয়ানের লেখাপড়া নিয়ে মুখ খুলেছেন। আরিয়ান নাকি কলেজেই যাননি একটি দিনের জন্য। কোনওদিনও সামনাসামনি দেখাও করেননি তাঁর সঙ্গে। তা হলে কি কলেজে না গিয়েই স্নাতক হয়েছেন খান-পুত্র।
অধ্যাপক প্রিয়া জয়কুমার বলেছেন, “আমাদের কলেজের ছাত্র ছিলেন ভারতীয় সুপারস্টার শাহরুখ খানের পুত্র আরিয়ান। কিন্তু আমাদের সঙ্গে তাঁর সামনাসামনি কোনওদিনও দেখাই হয়নি। এর কারণ করোনা। সেই সময় লকডাউন চলছিল দুনিয়াভর। ক্লাসে ৩৫০জন ছাত্রের মধ্যে আরিয়ানও একজন ছিলেন। ভার্চুয়াল মাধ্যমে ক্লাস চলত। আমাদের তাঁর বাবা শাহরুখের সঙ্গেও অনেকবার কথা হত।”
আরিয়ানের আসন্ন ওয়েব সিরিজ়ের প্রসঙ্গেও কথা বলেছেন তাঁর শিক্ষকেরা। বাবা শাহরুখেরই প্রযোজনা সংস্থা রেড চিলিজ়ের ব্যানারেই তৈরি হবে সেটি। তাঁরা জানিয়েছেন, “আমাদের কলেজের লেখাপড়া থেকে আরিয়ান অনেক কিছু রপ্ত করেছিলেন। কলেজের আরও ২-৩ জন প্রাক্তন ছাত্র ওঁর সঙ্গে সেই ওয়েব সিরিজ়ে কাজও করছেন বলে আমরা জানি। তাঁরা আরিয়ানের ক্লাসেই পড়তেন। আরিয়ানের বাবা তাঁকে নিজের চেনা-জানা কলাকুশলী নিয়ে কাজ করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু আরিয়ান জানিয়েছিলেন কলেজের বন্ধুদের সঙ্গেই কাজ করবেন।”





