জুবিন গর্গ আজও ‘জীবিত’! বলছে সরকারি নথি

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে অসমে চলছে এসআর। অসমে ভোটের তালিকায় ঝাড়াই বাছাইয়ের সময় এক অন্য চিত্রই ধরা পড়ল। বলা ভাল এক টুকরো হৃদয় যেন উঠে এল ভোটার লিস্টের কাগজে। বিলওর এমন পদক্ষেপকে কুর্ণিশ জানাচ্ছে নেটপাড়া।

জুবিন গর্গ আজও জীবিত! বলছে সরকারি নথি

|

Dec 03, 2025 | 2:28 PM

বাংলা যেমন জোরকদমে চলছে এসআইআর। তেমনই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে অসমে চলছে এসআর। অসমে ভোটের তালিকায় ঝাড়াই বাছাইয়ের সময় এক অন্য চিত্রই ধরা পড়ল। বলা ভাল এক টুকরো হৃদয় যেন উঠে এল ভোটার লিস্টের কাগজে। বিলওর এমন পদক্ষেপকে কুর্ণিশ জানাচ্ছে নেটপাড়া।

দু’মাস আগেই ভূমিপুত্র, জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গকে হারিয়েছে অসম। তাঁর এমন অকাল মৃত্যু এখনও মেনে নিতে পারছেন না অনুরাগীরা। ঠিক যেমন মেনে নিতে পারছেন না, গুয়াহাটির এক বিএলও। আর সেই কারণেই ভোটার লিস্টে সংশোধন করার সময় জুবিন গর্গের পাশে মৃত শব্দটি লিখতে গিয়ে হাত কেঁপে উঠল বিলওর। আর তিনি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, মৃত তিনি লিখবেন না, এসআর লিস্টে জুবিনের নামের পাশে লেখা থাকবে অমর শব্দ।

 

ভোটার তালিকার সংশোধন করতে সম্প্রতি জুবিনের বাড়ি গিয়েছিলেন বিএলও মহম্মদ তাফিজ উদ্দিন। জুবিনের বাড়িতে পা রাখতেই আবেগপ্রবণ হয়ে উঠলেব তিনি। তালিকায় জুবিনের নামের পাশে মৃত লিখতে গিয়ে হাত কেঁপে উঠল তাঁর। মৃত শব্দের বদলে বিএলও লিখলেন, আপনি চিরকাল অমর হয়ে থাকবেন। বিএলও জানিয়েছেন, ”জুবিনের চলে যাওয়া আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। ওকে মৃত লেখাটা খুব কঠিন। ভোটার তালিকায় নাম যাচাইয়ের সময় নিজেকে ধরে রাখতে পারিনি। তাই এমনটা করেছি।” সোশাল মিডিয়ায় সেই ছবি ঝড়ের বেগে ছড়িয়েছে। অনুরাগীদের দাবি সত্যিই যেন ভোটের তালিকায় মৃত না লেখা হয় জুবিনকে। সরকারের কাছে অনুরোধও করেছেন অনুরাগীরা।