
আতিফ আসলাম, পাকিস্তানের এই গায়কের বলিউডে হিটের সংখ্যা নেহাতই কম নয়। ভক্তদের মন রাতারাতি জয় করে নিয়েছিলেন তাঁর অনবদ্য কণ্ঠস্বরে।

তবে কেরিয়ারের শুরুতে সমীকরণটা এমন ছিল না। গান ভালবাসতেন। গানকেই নিজের কেরিয়ার করতে চেয়েছিলেন। সেই মতোই হাতে গিটার নিয়ে বেরিয়ে পড়তেন।

গান শোনাতে যাকে, যেমন সুযোগ পেতেন। বিভিন্ন ক্যাফেতে গিয়ে গান করতেন তিনি। সেখান থেকে যা আয় হতো তাই দিয়ে চলত আতিফের।

তারপর শুরু হয় ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠা। আতিফ ডাক পেতে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন কনসার্ট থেকে। ডাক আসে তাঁর ধারাবাহিক থেকেও।

সিরিয়ালে গান গেয়ে ভাগ্য ফেরে তাঁর। এক একটি গানের জন্য নিতে শুরু করেন ৮ থেকে ৯ লাখ টাকা। ধারাবাহিকের পাশাপাশি সিনেমাতেও বাড়তে থাকে তাঁর চাহিদা।

একটা সময় আসে যখন আতিফ জনপ্রিয় হয়ে যান ভক্তদের মাঝে। তখন বাড়তে থাকে দর। আতিফের স্ট্রাগেলের দিন খুব বেশি স্থায়ী হয়নি।

কিছু বছরের মধ্যে পাকিস্তানের সব থেকে ধনী গায়ক হয়ে ওঠেন তিনি। ২ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি একটি কনসার্টের জন্য।

তাঁর মোট সম্পত্তির পরিমাণ শুনলে চমকে যাবেন। ১৮০ কোটি টাকার মালিক তনি। আতিফের বহু হিট গান বলিউডে রয়েছে। পাকিস্তানেও তাঁর গান শ্রোতাদের ভীষণ পছন্দের।