AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সারা-অক্ষয়ের ছবির সেটে করোনার হানা, আক্রান্ত পরিচালক

ফের করোনার হানা বলিপাড়ায়।

সারা-অক্ষয়ের ছবির সেটে করোনার হানা, আক্রান্ত পরিচালক
আতরাঙ্গী রে ছবিতে অভিনয় করছেন অক্ষয় কুমার, সারা আলি খান এবং ধনুশ।
| Updated on: Dec 31, 2020 | 1:53 PM
Share

ফের করোনার হানা বলিপাড়ায়। এ বার আক্রান্ত হলেন ‘আতরাঙ্গি রে’ ছবির পরিচালক আনন্দ এল রাই। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় নিজেই এ কথা জানিয়েছেন তিনি। জানা যাচ্ছে, আপাতত বাড়িতেই পর্যবেক্ষণে রয়েছেন পরিচালক। প্রসঙ্গত, লকডাউনের পরে আবার শুটিং শুরু করেছিলেন আনন্দ। ছবির নাম ‘আতরাঙ্গি রে’। ওই ছবিতে অভিনয় করছিলেন সারা আলি খান, অক্ষয় কুমার এবং দক্ষিণী অভিনেতা ধনুশ।

বৃহস্পতিবার নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আনন্দ লেখেন, “সবাইকে জানাতে চাই করোনায় আক্রান্ত হয়েছি আমি। আমি উপসর্গহীন। আপাতত কোয়ারান্টিনে রয়েছি। যাঁরা যাঁরা বিগত কয়েক দিন আমার সংস্পর্শে এসেছেন তাঁদের অনুরোধ করছি সরকারি সুরক্ষাবিধি মেনে চলার জন্য।”

তবে আনন্দের করোনা আক্রান্ত হওয়ার খবরে এখন বলিপাড়ায় একটাই প্রশ্ন। ‘আতরাঙ্গি’র সেটের সবাইকে কি তা হলে থাকতে হবে কোয়রান্টিনে? করোনার কারণে মার্চ মাসে মাঝপথেই বন্ধ হয়েছিল ছবিটির শুটিং। অক্টোবরে শুট শুরু হতেই সারা জানিয়েছিলেন সেটে এসে ‘অদ্ভুত’ অভিজ্ঞতা হচ্ছে তাঁর। সারা বলেছিলেন, “এমন একটা ঘরে বসে আছি যেখানে সবাই গ্লাভস, সুটস, মাস্ক পরে রয়েছে। প্যাশন এবং উত্তেজনা রয়েছে ষোলো আনা। কিন্তু পুরো আবহাওয়াটাই আলাদা”।