প্রথম দ্বৈত চরিত্রে অভিনয় সারার, পুজোর আগেই রিলিজ হবে ‘অতরঙ্গি’ রে

বহু মাস পরে কেন্দ্রীয় সরকার নির্দেশিকায় জানানো হল ১০০ শতাংশ দর্শক নিয়ে খোলা হবে সিনেমাহল, থিয়েটার, মাল্টিপ্লেক্স। জনজীবন আবার স্বাভাবিক ছন্দে আনার প্রচেষ্টা সরকারের। শুধু সরকার নয় দেশের অন্যতম বড় প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস ও জুটেছে একই প্রচেষ্টায়।

প্রথম দ্বৈত চরিত্রে অভিনয় সারার, পুজোর আগেই রিলিজ হবে 'অতরঙ্গি' রে
সারা-অক্ষয়-ধনুষ।
Follow Us:
| Updated on: Feb 20, 2021 | 2:03 PM

গত ডিসেম্বরে সিনেমার কাজ শেষ করা হলেও ছবির রিলিজ নিয়ে দোলাচল অব্যাহত ছিল। শোনা গিয়েছিল, এ বছর ভ্যালেন্টাইন্স ডে-তেই মুক্তি পেতে পারে ছবি। কিন্তু তা হয়নি। ধনুষ, অক্ষয় কুমার এবং সইফ কন্যা সারা আলি খান অভিনীত ‘অতরঙ্গি রে’ পর্দায় মুক্তি পেতে চলেছে আগামী ৬ অগাস্ট।

বারণসীতে ছবির শুটিং শুরু হয়েও প্যন্ডেমিকের কারণে তা বন্ধ হয়ে যায়। তারপর আবার অক্টোবরে মাদুরাইতে বেশ খাপছাড়া ভাবেই চলে শুটিং। ছবির শেষ শুটিং শিডিউল চলেছে আগ্রাতে। প্যন্ডেমিকের কারণে কম ধক্কি পোহায়নি আনন্দ.এল. রাই পরিচালিত ছবি ‘অতরঙ্গি রে’। ছবিতে এই প্রথম একসঙ্গে দেখা যাবে ধনুষ-সারা। শোনা যাচ্ছে, দ্বৈত চরিত্রে অভিনয় করবেন সারা। অন্যদিকে, অক্ষয় কুমার একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন।

‘অতরঙ্গি রে’ শুটিংয়ে সারার সঙ্গে কাটানো বেশ কিছু মুহূর্তের ছবি অক্ষয় (Akshay Kumar) নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেন। একটি স্লো-মো ভিডিওতে তো অক্ষয়কে চেনা দায় হয়ে গিয়েছিল! মনে হচ্ছিল এ যেন অক্ষয় নন। একেবারে শাহজাহান!  হাতে গোলাপ। পরনে কুর্তা-জ্যাকেট। ঠিক যেমন মোঘল সম্রাট পরতেন।

‘অতরঙ্গি রে’-র মিউজিক করছেন এ.আর. রহমান (A.R. Rahman)। ছবির প্রথম গানটির রেকর্ডিংও শেষ। গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল।

বহু মাস পরে কেন্দ্রীয় সরকার নির্দেশিকায় জানানো হল ১০০ শতাংশ দর্শক নিয়ে খোলা হবে সিনেমাহল, থিয়েটার, মাল্টিপ্লেক্স। জনজীবন আবার স্বাভাবিক ছন্দে আনার প্রচেষ্টা সরকারের। শুধু সরকার নয় দেশের অন্যতম বড় প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস ও জুটেছে একই প্রচেষ্টায়। আবার সিনেমাহলের আসনসংখ্যা ভরাতে যশ রাজ ফিল্মস ঘোষণা করে আসন্ন পাঁচ ছবির মুক্তির তারিখ। এবং তারপর থেকে বেশ কিছু প্রযোজক সংস্থা একের পর এক ছবির রিলিজের তারিখ প্রকাশ্যে আনে।