সিনেমা হলে ‘কিংডম’ ছবির তুফানি এন্ট্রি, প্রথম দিনই বক্স অফিস কাঁপালেন বিজয় দেবেরাকোন্ডা

গোটা দেশ জুড়ে সিনেমাহলের বাইরে যেমন হাউজফুল বোর্ড, তেমনি হলের ভিতরে ভক্তদের উন্মাদনা বাঁধ ভাঙা। ছবির প্রথম দৃশ্য থেকে শেষ দৃশ্য পর্যন্ত একেবারে টান টান উত্তেজনা।

সিনেমা হলে কিংডম ছবির তুফানি এন্ট্রি, প্রথম দিনই বক্স অফিস কাঁপালেন বিজয় দেবেরাকোন্ডা

|

Jul 31, 2025 | 8:17 PM

প্রথম দিনেই দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা বুঝিয়ে দিলেন তিনিই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্র্রির সম্রাট। বুঝিয়ে দিলেন তাঁর ‘কিংডম’ই এবার শাসন করবে সিনেমামহল। বক্স অফিসের আগামী কয়েকদিন তাঁর জয়যাত্রাই যে চলবে, তাঁর প্রমাণ মিলল প্রথম দিনের প্রত্যেকটি শোয়ে। গোটা দেশ জুড়ে সিনেমাহলের বাইরে যেমন হাউজফুল বোর্ড, তেমনি হলের ভিতরে ভক্তদের উন্মাদনা বাঁধ ভাঙা। ছবির প্রথম দৃশ্য থেকে শেষ দৃশ্য পর্যন্ত একেবারে টান টান উত্তেজনা। হলের ভিতরই বিজয়ের নাম নিয়ে চিল চিৎকার। বহুদিন বাদে বিজয়ের অ্য়াকশন অবতার দেখে দর্শকরা প্রথম দিনই এই ছবিকে ব্লকবাস্টার ঘোষণা করে দিয়েছে। সোশাল মিডিয়াতেও বিজয়ের ফ্য়ানরা শেয়ার করছেন নানা ভিডিয়ো, নানা মন্তব্য। এমনকী, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যান্য অভিনেতারাও লেটার মার্কস দিয়েছে বিজয়ের কিংডম ছবিকে।

কয়েকমাস আগেই প্রকাশ্যে এসেছিল এই ছবির টিজার। টিজার দেখেই বোঝা গিয়েছিল, বিজয়ের কিংডম বক্স অফিসকে হাতের মুঠোয় আনতে চলেছে। একাধারে অ্যাকশন, ফ্যামিলি ড্রামা, অনিরুদ্ধর দুরন্ত আবহসঙ্গীতে কিংডম বিনোদনের টোটাল প্যাকেজ।

কিংডম বিজয় দেবেরাকোন্ডার সিনে কেরিয়ারের মাইলফলক হতে চলেছে। শুধু অ্যাকশনেই নয়, ছবি বিজয় যেভাবে ইমোশনাল দৃশ্যে অভিনয় করেছেন, তা এই ছবির ইউএসপি। বিশেষ করে জেলের দৃশ্যগুলোতে বিজয় স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন তিনি জাত অভিনেতা। ফিল্ম সমালোচকরা মনে করছেন, বিজয়ের অন্যান্য সব ছবির রেকর্ড ভাঙবে কিংডম। বিজয় দেবেরাকোন্ডা। এক নামেই সিনেমা সুপারহিট। অ্য়াকশন থেকে রোমান্স। কমেডি থেকে একেবারে ঝিনচ্যাক নায়ক। বিজয় জানেন দর্শকদের মন কীভাবে জিততে হয়। আর তা ফের প্রমাণিত হল কিংডম ছবিতে।