বলিউড অভিনেতা সইফ আলি খানের বাড়িতে ডাকাতদের হামলা। ছুরিকাঘাতে আহত হন অভিনেতা। মধ্যরাতে ভয়ানক পরিস্থিতি তৈরি হয় অভিনেতার বাসভবনে। গোটা শরীর থেকে ঝরছে রক্ত। সেই সময় এক অটো যেন প্রাণ বাঁচায় সইফের। ছোট্ট ছেলেকে সঙ্গে নিয়ে সেই রাতে ভজন সিং রানের অটোতে করে হাসপাতালে পৌঁছে ছিলেন নবাবপুত্র। সেই সাহসী অটোচালক তাঁকে দ্রুত লীলাবতী হাসপাতালে নিয়ে যান। তাঁর সাহসিকতায় সইফের জীবন রক্ষা পায়। এই সুবাদে সইফ ও তাঁর পরিবার ভজনকে পুরস্কৃত করতে চান, তবে ভজন নগদ পুরস্কার নিতে নাকি অস্বীকার করেছিলেন।
এই প্রসঙ্গে কী বলেছিলেন ভজন সিং?
ভজন জানিয়েছেন, তিনি এই কাজ কোনও পুরস্কারের লোভে করেননি। যদি সইফ তাঁকে কোনও উপহার দিতে চান, যেমন একটি অটোরিক্সা, তবে তিনি তা গ্রহণ করবেন। তবে তিনি কখনও কোনও দাবি করেননি। ভজন আরও জানান, সইফ তাঁকে ধন্যবাদ জানিয়েছেন এবং আর্থিক সহায়তার প্রস্তাব দিয়েছেন। কিন্তু ভজন এই বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করতে চান না, কারণ এটি তাঁদের ব্যক্তিগত বিষয় বলেই দাবি করেন তিনি।
ভজন জানিয়েছেন, ওই রাতে পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে টাকার চেয়ে একজনের জীবন বাঁচানোই বেশি গুরুত্বপূর্ণ ছিল। এমনকি সইফের মা, শর্মিলা ঠাকুর, ভজনকে ধন্যবাদ জানিয়ে তাঁর প্রশংসা করেছেন। ভজনের এই মানবিক উদ্যোগ অনেকের কাছেই অনুপ্রেরণার উৎস। তবে প্রাথমিকভাবে শোনা গিয়েছিল ভজনকে নাকি ১১ হাজার টাকা দিয়েছে সইফের পরিবার। তবে বর্তমানে শোনা যাচ্ছে ৫১ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে তাঁকে।