‘আমি ক্লান্ত…’, ইনস্টাগ্রামে ফিরে কীসের ইঙ্গিত দিলেন ইরফানপুত্র বাবিল খান?
বাবিলের এমন ভিডিও দেখে রীতিমতো হইচই পড়ে যায় বলিপাড়ায়। শেষমেশ ড্যামেজ কন্ট্রোল করতে মাঠে নামেন বাবিলের মা সুতপা। স্পষ্ট জানান, বাবিলের ভিডিওর ভুল ব্যাখ্যা করা হয়েছে।

রবিবার হঠাৎই প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খান পুত্র বাবিল খানের একটি কান্নার ভিডিও নিয়ে সোশাল মিডিয়ায় তোলপাড় পড়ে যায়। যে ভিডিওতে অনন্যা পাণ্ডে, অর্জুন কাপুর, অরিজিৎ সিংদের নাম নিয়ে বলিউডকে খারাপ জায়গা হিসেবে ব্যাখ্যা করেন বাবিল। আর সঙ্গে হাউ হাউ করে কেঁদে ফেলেন। বাবিলের এমন ভিডিও দেখে রীতিমতো হইচই পড়ে যায় বলিপাড়ায়। শেষমেশ ড্যামেজ কন্ট্রোল করতে মাঠে নামেন বাবিলের মা সুতপা। স্পষ্ট জানান, বাবিলের ভিডিওর ভুল ব্যাখ্যা করা হয়েছে। এবার নিজের ভিডিও নিয়ে মুখ খুললেন বাবিল। ইনস্টাগ্রাম স্টোরিতে বাবিল স্পষ্ট করলেন নিজের অবস্থান।
বাবিল ইনস্টাগ্রামে স্টোরিতে শেয়ার করলেন কুবরা সইতের একটি বিবৃতি। তিনি লিখলেন, সবাই ধন্যবাদ। ভিডিওটির ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমি যাঁদের নাম নিয়েছি, আসলে তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছিলাম।
এর সঙ্গেই বাবিল লিখলেন, আমি খুব ক্লান্ত। এর থেকে বেশি কিছু বলার মতো শক্তি নেই। তবে এইটুকু বলতে পারি, আমার সহযোগীদের আমি শ্রদ্ধা করি।
ঠিক কী ঘটেছিল?
যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে বাবিলের দাবি, বলিউড অত্যন্ত খারাপ জায়গা, খুবই রূঢ় এই বলিউডের লোকেরা। অনন্যা পাণ্ডে, শানায়া কাপুর, রাঘব, অর্জুন কাপুর, অরিজিতের নাম নিয়ে বাবিল ইঙ্গিত দিলেন, বলিউড বৈষম্যে ভরা! আর কিছু মানুষের ব্যবহার অত্যন্ত খারাপ।
বাবিল এই ভিডিওতে বলেন, বলিউড সবচেয়ে ফেক একটা জায়গা। খুব কম সংখ্যক মানুষ রয়েছে যাঁরা বলিউডের ভাল চান। আমি অনেক কিছু বলতে চাই, অনেক কিছু সামনে আনতে চাই। বলিউডকে অনেক কিছু দেওয়ার আছে আমার। সোশাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল হয়েছে, বাবিলের এই ভিডিও।
