ইরফান খানের (Irrfan Khan) প্রয়াণের পর তাঁর ছেলে বাবিলের চোখ দিয়েই প্রয়াত অভিনেতাকে যেন নতুন করে চিনতে শুরু করেছিলেন দর্শক। বাবার বহু পুরনো ছবি, ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেন বাবিল। তার সঙ্গে থাকত নিজস্ব চিন্তাভাবনাও। বাবাকে কতটা মিস করছেন, তাও বুঝিয়ে দিতেন তিনি। কিন্তু হঠাৎ করেই পুরনো স্মৃতি ওয়েব মিডিয়ায় শেয়ার করা বন্ধ করে দিয়েছেন বাবিল। কেন এমন সিদ্ধান্ত?
সচেতন ভাবেই বাবার স্মৃতি শেয়ার না করার সিদ্ধান্ত নিয়েছেন বাবিল। তিনি যে আর ইরফানের ছবি বা ভিডিয়ো শেয়ার করছেন না, তা চোখে পড়ে অনুরাগীদের। তাঁরাই বাবিলের কাছে এর কারণ জানতে চান।
অনুরাগীদের কৌতূহল নিরসন করতে বাবিল বলেন, “বাবার স্মৃতি সকলের সঙ্গে ভাগ করে নিতে আমার ভালই লাগে। কিন্তু অনেকের মনে হয়েছে, আমার প্রচারের জন্য আমি এ ভাবে বাবাকে ব্যবহার করছি। সেটা শুনে আমার খারাপ লেগেছে। আবার অনেকেই বাবার স্মৃতি শেয়ার করতেও বলছেন। ফলে ঠিক কী করা উচিত আমার, বুঝতে পারছি না।”
আরও পড়ুন, বিমানবন্দরে বিরাট-অনুষ্কা, ভামিকা কি ফ্রেমবন্দি হল?
গত বছর ২৯ এপ্রিল প্রয়াত হয়েছেন ইরফান। দীর্ঘদিন ক্যানসারের বিরুদ্ধে লড়াইতে শেষ পর্যন্ত হার মানতে হয়েছিল অভিনেতাকে। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় বাবার স্মৃতিকে আঁকড়ে ধরেন বাবিল। কিন্তু সমালোচনার মুখে পড়ে তিনি জানিয়েছেন, তিনি ইরফান খানের ছেলে। এটাই ধ্রুব সত্য। আলাদা করে প্রয়াত তারকার কোনও স্মৃতি দেখিয়ে তাঁর বিখ্যাত হওয়ার কোনও প্রয়োজন নেই। কিন্তু তবুও দর্শকের একটা অংশ সমালোচনা করায়, নিজেকে সাময়িক ভাবে গুটিয়ে নিয়েছেন বাবিল। তিনি জানিয়েছেন, ফের তিনি বাবার ছবি বা ভিডিয়ো শেয়ার করবেন। কিন্তু যখন নিজে সঠিক সময় মনে করবেন, তখনই। তার আগে নয়।