এ-বছর বাংলা সঙ্গীত মেলা ২৪-৩০ ডিসেম্বর

এ বছর বাংলা সঙ্গীত মেলা শুরু হচ্ছে ২৪ ডিসেম্বর থেকে। চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।

এ-বছর বাংলা সঙ্গীত মেলা  ২৪-৩০ ডিসেম্বর
বাংলা সঙ্গীত মেলা শুরু হচ্ছে ২৪ ডিসেম্বর,২০২০

| Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Dec 15, 2020 | 7:49 PM

এ- বছর বাংলা সঙ্গীত মেলা শুরু হচ্ছে ২৪ ডিসেম্বর থেকে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় মেলার উদ্বোধন করবেন তার আগে দিন, ২৩ ডিসেম্বর বিকেলে। চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।
রবীন্দ্র সদন চত্বরে সঙ্গীত মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি অনুষ্ঠিত হবে। প্রতিবছরের মতোই রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, ফণিভূষণ বিদ্য়াবিনোদ যাত্রা মঞ্চ, রবীন্দ্র ওকাকুরা ভবন, হেদুয়া পার্ক, মধুসূদন মঞ্চ, একতারা মুক্ত মঞ্চ, দেশপ্রিয় পার্ক এবং রাজ্য সঙ্গীত আকাদেমিতে হবে বিভিন্ন অনুষ্ঠান। তবে ভেন্য়ু হিসেবে মোহরকুঞ্জে এবার বাংলা সঙ্গীতর কোনও অনুষ্ঠান হচ্ছে না। তার পরিবর্তে যোধপুর পার্কের তালতলা মাঠে হবে অনুষ্ঠান।
পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত বিভিন্ন মেলা লকডাউন শেষ হওয়ার সঙ্গে-সঙ্গেই শুরু হয়ে গিয়েছে। গত ১১ ডিসেম্বর থেকে রাজ্যজুড়ে চলছে প্রদর্শনী, ‘বাংলা মোদের গর্ব’। তবে প্য়ানডেমিকের পর খোলা প্রাঙ্গণে এই প্রথম একাধিক শিল্পী একত্রে সঙ্গীত পরিবেশন করবেন বাংলা সঙ্গীত মেলায়। করোনা-পরবর্তী পরিস্থিতিতে প্রয়োজনীয় সুরক্ষাবিধি মেনে সর্বসাধারণকে আসার জন্য় অনুরোধ জানাচ্ছেন উদ্য়োক্তারা। স্যানিটাইজার, মাস্ক বাধ্য়তামূলক। সিনেমা হলের মতোই একটি করে সিট ছেড়ে বসার বন্দোবস্ত করা হয়েছে ভেন্য়ুগুলিতে। কলকাতার বেশ কয়েকজন পরিচিত সঙ্গীত শিল্পীর সঙ্গে-সঙ্গে করোনার পরে প্রথমবার বাউল শিল্পীরা আসছেন এই মেলায়।