Chanchal Chowdhury: ‘…তার দায় আমার নয়’, কড়া ভাষায় কাদের সাবধান করলেন চঞ্চল চৌধুরী

Aug 09, 2024 | 1:53 PM

Bangladesh: দিকে দিকে চলছে অশান্তি, অগ্নিসংযোগ, হানাহানি। তারই মাঝে আর একশ্রেণি বুক দিয়ে আগলানোর চেষ্টাও করে চলেছেন দেশবাসীকে। এই পরিস্থিতিতেই বাংলাদেশের নানা সেলিব্রিটিদের খোঁজ নিতে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, তাঁদের মন্তব্য সকলের সামনে তুলে ধরা হচ্ছে।

Chanchal Chowdhury: ...তার দায় আমার নয়, কড়া ভাষায় কাদের সাবধান করলেন চঞ্চল চৌধুরী

Follow Us

চঞ্চল চৌধুরী। দুই বাংলার জনপ্রিয় অভিনেতা। অস্থির বাংলাদেশেই এখন রয়েছেন তিনি। বাংলাদেশের এই অভিনেতার খোঁজ নিতে এপার বাংলা থেকে যোগাযোগ করেছেন অনেকেই। গত একমাস ধরে উত্তাল হওয়া বাংলাদেশ যেভাবে পরতে-পরতে নিজের ছবি পাল্টেছে, ভয়াল চিত্র ধারণ করেছে, তা কোথাও গিয়ে যেন একশ্রেণির মনে প্রবল ভয়ের সঞ্চার করে। দিকে দিকে চলছে অশান্তি, অগ্নিসংযোগ, হানাহানি। তারই মাঝে আর একশ্রেণি বুক দিয়ে আগলানোর চেষ্টাও করে চলেছেন দেশবাসীকে। এই পরিস্থিতিতেই বাংলাদেশের নানা সেলিব্রিটিদের খোঁজ নিতে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, তাঁদের মন্তব্য সকলের সামনে তুলে ধরা হচ্ছে।
তবে চঞ্চল চৌধুরী এই বিষয়টা থেকে নিজেকে সরিয়ে রেখেছেন। ফলে তাঁকে নিয়ে কিছু লেখা হলে তার দায় তিনি নেবেন না, আগেই সচেতন করে দিলেন তাঁর ভক্তদের। খোলা চিঠিতে স্পষ্ট জানিয়ে দিলেন, ‘আমি চঞ্চল চৌধুরী বলছি, আমার নাম ব্যবহার করে কোন বিদেশী/দেশী পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে,সাম্প্রতিক পরিস্থিতিতে যদি কিছু লেখা হয়, তার দায় আমার নয়। কারণ এখন পর্যন্ত আমি কোন পত্র পত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনও বিষয়ে কোনও বক্তব্য দেইনি। আমি সাধারণ একজন শিল্পী। পেশাগত কারণ ছাড়া কোনও কিছুর সঙ্গে আমার কোনও সম্পৃক্ততা নেই। আমার মায়ের চরম অসুস্থ্যতাজনিত কারণে সাম্প্রতিক সময়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি সক্রিয় নই। দেশে শান্তি বিরাজ করুক, সকলের মঙ্গল হোক’।
তবে এই পোস্ট থেকে উঠে আসার তাঁর মায়ের অসুস্থতার খবরে উদ্বিগ্নে ভক্তরা। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করলেন।
Next Article