কাঠগড়ায় দাঁড়িয়ে মেজাজ হারালেন বাংলাদেশের নোবেল, বিরক্ত হয়ে পুলিশকে কী বললেন গায়ক?

এর আগেও মাদক, দুর্ব্যবহার ও প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে নোবেলকে একাধিকবার আইনি জটিলতার মুখে পড়তে হয়েছে। তিনি মাদকের নেশা থেকে মুক্তি পেতে রিহাবেও গিয়েছিলেন।

কাঠগড়ায় দাঁড়িয়ে মেজাজ হারালেন বাংলাদেশের নোবেল, বিরক্ত হয়ে পুলিশকে কী বললেন গায়ক?

|

May 21, 2025 | 4:22 PM

বার বার বিতর্কের মুখে পড়েন বাংলাদেশের জনপ্রিয় গায়ক মইনুল আহসান নোবেল। আর এবার শুধু বিতর্ক নয়, সোজা জেল হেফাজত। সোমবার যৌন হেনস্থা এবং অপহরণের অভিযোগে নোবেলকে গ্রেফতার করা হয়। হাতকড়া পরিয়ে, মাথায় বুলেট প্রুফ হেলমেট পরিয়ে তাঁকে আদালতেও আনা হয়।

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, কাঠগড়ায় দাঁড়ানোর পর তাঁর হাতকড়া খুলে দিলেও, একটি হাত শিকল দিয়ে রেলিংয়ের সঙ্গে বেঁধে রাখা হয়। কাঠগড়ায় দাঁড়িয়েই মেজাজ হারান নোবেল। সূত্রের খবর, গরম লাগায় পুলিশকে বেশ বিরক্তিভাবেই বুলেটপ্রুফ জ্য়াকেট খুলে দিতে বলেন। তবে পুলিশে তাঁকে স্পষ্ট জানান, জ্যাকেট খোলা যাবে না।

এর আগেও মাদক, দুর্ব্যবহার ও প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে নোবেলকে একাধিকবার আইনি জটিলতার মুখে পড়তে হয়েছে। তিনি মাদকের নেশা থেকে মুক্তি পেতে রিহাবেও গিয়েছিলেন। ১০ মাস পর সম্প্রতি সেখান থেকে ছাড়া পান। যদিও তার কিছুই বদল লক্ষ্য করা যায় না। তিনি একাধিক সাক্ষাৎকারে নিজের অতীতের ভুলগুলোকে স্বীকার করে নিলেও বর্তমানে যে কিছুই পাল্টায়নি, তা একপ্রকার আরও একবার স্পষ্ট হয়ে গেল সকলের নজরে।