এখনও আইসিইউয়ে বাপ্পি লাহিড়ী, রয়েছে ফুসফুসের সমস্যা

Apr 04, 2021 | 3:28 PM

কেমন আছেন তিনি? Health Update শেয়ার করলেন ছেলে বাপ্পা। বাপ্পা জানান, এখনও আইসিইউতে ভর্তি রয়েছেন তাঁর বাবা। কোভিডের পাশাপাশি তাঁর ফুসফুসের সমস্যারও চিকিৎসা চলছে।

এখনও আইসিইউয়ে বাপ্পি লাহিড়ী, রয়েছে ফুসফুসের সমস্যা
বাপ্পি লাহিড়ি।

Follow Us

করোনা আক্রান্ত হয়ে দিন তিনেক আগে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিংবদন্তী গায়ক-সুরকার বাপ্পি লাহিড়ী। কেমন আছেন তিনি? Health Update শেয়ার করলেন ছেলে বাপ্পা। বাপ্পা জানান, এখনও আইসিইউতে ভর্তি রয়েছেন তাঁর বাবা। কোভিডের পাশাপাশি তাঁর ফুসফুসের সমস্যারও চিকিৎসা চলছে। যদিও বাপ্পার কথায়, গত দু’দিনের থেকে অনেকটাই ভাল আছেন বাপ্পি লাহিড়ী। ক্রমে সুস্থতার দিকে এগচ্ছেন তিনি।

এক সংবাদমাধ্যমকে বাপ্পা আরও জানান, নিজে নিজে চা-ও খাচ্ছেন তাঁর বাবা। পরিবারের সঙ্গে ভিডিয়ো কলেও কথা বলেছেন তিনি। এর আগে শোনা গিয়েছিল বাবার অসুস্থতার খবর পেয়েই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসেছেন বাপ্পা। কিন্তু তিনি জানান, তিনি যখন এ দেশে পা রাখেন তখন বাবার কোভিডজনিত উপসর্গ দেখা দেয়নি। তবুও বাবার বয়সকে মাথায় রেখে তিনি ঠিক করেছিলেন প্রথমেই বাড়িতে না গিয়ে কোনও হোটেলে আইসোলেশনে থাকবেন। এরই মধ্যে বাপ্পি লাহিড়ীর শরীরে ঠান্ডা লাগা, জ্বর জ্বর ভাবসহ করোনার বেশ কিছু উপসর্গ দেখা দেওয়ার পরীক্ষা করা হয়। আর তাতেই রিপোর্ট পজেটিভ আসে। বাপ্পি লাহিড়ীর রিপোর্ট পজেটিভ এলেও পরিবারের বাকি সদস্যদের রিপোর্ট নেগেটিভ এসেছে বলেই জানান বাপ্পা।

 

 

বিগত এক বছর ধরেই ফুসফুসের সমস্যায় ভুগছেন বাপ্পি। সহজেই ঠান্ডা লেগে যায় তাঁর। সে জন্য খানিক হলেও চিন্তিত তাঁর পরিবারের মানুষ। যদিও বাপ্পার কথায়, “ফোনে গানও শুনতে চেয়েছে। যে চিকিৎসক চিকিৎসা করছেন তিনি সত্যিই অভাবনীয়।” মার্চ মাসের মাঝামাঝি কোভিড ভ্যাকসিনের জন্য আবেদন করেছিলেন বাপ্পি। কিন্তু তাঁর আগেই করোনার থাবা তাঁর শরীরে। যদিও তাঁর দ্রুত আরোগ্য কামনায় গোটা দেশ।

বলিউডে একের পর এক অভিনেতাদের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে গত এক মাসে । আমির খান, মনোজ বাজপেয়ী, কার্তিক আরিয়ান, বিক্রান্ত মেসি, আলিয়া ভাট থেকে শুরু করে অক্ষয় কুমার– করোনা আক্রান্ত হয়েছেন প্রত্যেকেই। করোনার সঙ্গে গত এক বছর ধরে লড়াই করছে গোটা বিশ্ব। নিউ নর্মালে সব কাজ ধীরে ধীরে শুরু হয়েছিল বটে। কিন্তু পরিস্থিতি আবার খারাপের দিকে যাচ্ছে।

 

Next Article