অভিনেত্রী বরখা সিংকে সকলে ‘ইয়ং করিনা’ বলে ডাকেন কেন?

স্বরলিপি ভট্টাচার্য |

May 06, 2021 | 6:01 PM

বরখা জানিয়েছেন, ‘মুঝসে দোস্তি করোগি’ ছবিতে করিনার ছোট বয়সের চরিত্রে অভিনয়ের জন্য নাকি ৬০০-৭০০ জন অডিশন দিয়েছিলেন। তার মধ্যে থেকে সুযোগ পাওয়া সহজ ছিল না। তাঁকে নাকি এখনও করিনা কাপুরের মতোই দেখতে লাগে।

অভিনেত্রী বরখা সিংকে সকলে ‘ইয়ং করিনা’ বলে ডাকেন কেন?
বরখা সিং। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

Follow Us

‘মুঝসে দোস্তি করোগি’ ছবিতে করিনা কাপুরের (Kareena Kapoor Khan) অভিনয় বহু সিনে দর্শক মনে রেখেছেন। কিন্তু বরখা সিংকে কি মনে রেখেছেন আপনি? করিনা কাপুরের ছোট বয়সের চরিত্রে অভিনয় করেছিলেন বরখা। সেই ছবিতে অভিনয় খুব একটা সহজ ছিল না। এখন বরখা সাবালিকা। তাঁকে নাকি এখনও সকলে ‘ইয়ং করিনা’ বলে ডাকেন! সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই জানিয়েছেন বরখা।

বরখা জানিয়েছেন, ‘মুঝসে দোস্তি করোগি’ ছবিতে করিনার ছোট বয়সের চরিত্রে অভিনয়ের জন্য নাকি ৬০০-৭০০ জন অডিশন দিয়েছিলেন। তার মধ্যে থেকে সুযোগ পাওয়া সহজ ছিল না। তাঁকে নাকি এখনও করিনা কাপুরের মতোই দেখতে লাগে। সে কারণেই বহু দর্শক এখনও তাঁকে ‘ইয়ং করিনা’ বলে ডাকেন! তিনি আরও জানান, ছোট বয়সে খুব বেশি ছবিতে অভিনয় করেননি তিনি। বরং বড় হওয়ার পর অভিনয়কেই কেরিয়ার হিসেবে বেছে নিতে চান।

আরও পড়ুন, সেলিব্রেশন নয়, বিবাহবার্ষিকীতে সাধ্যমতো করোনা আক্রান্তদের পাশে থাকার চেষ্টা জীতু-নবনীতার

বরখার এখন ২৮ বছর বয়স। ইউটিউবে ফ্যাশন এবং ট্রাভেল ব্লগার হিসেবে তিনি বিখ্যাত। বরখার কথায়, “‘মুঝসে দোস্তি করোগি’ ছবির শুটিংয়ের সময় আমার গরমের ছুটি চলছিল। আমি ভেবেছিলাম সুইজারল্যান্ড আর মানালিতে যেতে পারব। করিনা, রানি এবং হৃতিক রোশনের সঙ্গে দেখা করতে পারব, তাই কাজটা করি। পাঁচ রাউন্ড অডিশনের পর সুযোগ পেয়েছিলাম।”

এখনও তাঁকে যে সকলে ‘ইয়ং করিনা’ বলে ডাকেন, এটা কমপ্লিমেন্ট হিসেবেই নিতে চান বরখা। এ বার অভিনয়কে সিরিয়াসলি নিতে চান। বলিউডেই কেরিয়ার তৈরি করতে চান তিনি।

Next Article