অসুস্থ বাসন্তীদেবী, সরকার ও সকলের কাছে সাহায্য চাইলেন ভাস্বর

Jan 14, 2025 | 3:20 PM

Basanti Chatterjee: মাসখানেক আগে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও আবার শারীরিক অবস্থার অবনতি ঘতে। অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করে সকলের কাছে সাহায্যের আবেদন করেছেন।

অসুস্থ বাসন্তীদেবী, সরকার ও সকলের কাছে সাহায্য চাইলেন ভাস্বর

Follow Us

বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় ফের গুরুতর অসুস্থ। মাসখানেক আগে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও আবার শারীরিক অবস্থার অবনতি ঘটে। অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করে সকলের কাছে সাহায্যের আবেদন করেছেন। মঙ্গলবার সকালে ফেসবুকে ভাস্বর লেখেন, ‘আবার অসুস্থ, কাজ করতে পারছেন না। তার মধ্যে বাড়িতে পড়ে গিয়ে পাঁজরের হাড় ভেঙেছে। নিদারুন কষ্টে দিন কাটছে তাঁর।’

এমনকী ভাস্বর তাঁর পোস্টে সরকারের সাহায্যের আবেদনও করেছেন এবং সাধারণ মানুষের কাছেও আর্থিক সাহায্য চেয়েছেন। তিনি লেখেন, ‘প্রতিবারের মত স্নেহাশিস চক্রবর্তীদা আপ্রাণ সাহায্য করছেন। এ ছাড়াও সবার কাছে আবেদন করছি যদি আপনারা আর্থিক সাহায্য কিছু পাঠান তাহলে ওঁর খুব সুবিধে হয়। আমি আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও অনুরোধ করতে চাই, যাতে তিনিকিছু সাহায্য করতে পারেন।’

ভাস্বর পোস্টে বাসন্তী চট্টোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্টের বিবরণও শেয়ার করেছেন।বর্তমানে বাসন্তী চট্টোপাধ্যায় গীতা এলএলবি ধারাবাহিকে অভিনয় করছেন, যদিও অসুস্থতার কারণে শুটিংয়ে নিয়মিত উপস্থিত হতে পারছেন না। ৮৫ বছর বয়সী এই অভিনেত্রী দীর্ঘদিন ধরে নানান শারীরিক সমস্যায় ভুগছেন। বাংলা চলচ্চিত্রের অন্যতম মুখ বাসন্তীদেবী অর্থকষ্টের কারণে এখনও কাজ করতে এক প্রকার বাধ্য হচ্ছেন।

২০২৪ সালের এপ্রিল মাসে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। তখন তাঁকে দমদমের এক নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। সে সময়ও ভাস্বরসহ আরও অনেকে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছিলেন। আজও তাঁর দ্রুত আরোগ্যের করে চলেছেন সকলে।

Next Article