
বলিউডে একটা জবরদস্ত হিট পাওয়ার জন্য একের পর এক চ্য়ালেঞ্জ হাতে তুলে নিচ্ছেন সলমন খান। কখনও টাইগার হয়ে ফিরে আসছেন, তো কখনও সিকন্দর। তবুও শাহরুখ যেভাবে পাঠান, জওয়ান, ডাঙ্কি হয়ে দর্শকদের মন ভরাচ্ছেন, সলমন কিন্তু সেদিক থেকে বেশ পিছিয়ে। আর এবার তো কপাল ফেরাতে হাতে মুগুর নিয়ে পর্দায় আসছেন বলিউডের ভাইজান!
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। শুক্রবারই সলমন নিজের সোশাল মিডিয়ায় তাঁর আগামী ছবি ব্যাটল অফ গলওয়ান এর প্রথম ঝলক শেয়ার করলেন, বরফ উপত্যকায় সলমনকে দেখা গেল একেবারে মারকুটে অবতারে। রক্তাক্ত শরীরে, সলমনের অ্য়াকশন প্যাকড চেহারায় ফের অনুরাগীদের মধ্যে হইচই ফেলে দিলেন সলমন।
এমনিতেই সলমনের মাথার উপর ঘুরছে প্রাণনাশের হুমকি। বুলেট প্রুফ গাড়ি, একাধিক দেহরক্ষী সঙ্গে নিয়ে তাঁর নিত্য যাতায়াত। তার মাঝেই শুটিং সারছেন সিনেমা ও রিয়ালিটি শোয়ের। সলমনকে যে দমানো যায় না, তা বেশ স্পষ্ট তাঁর এই নতুন ছবির টিজারে।