পার্বতী বাউলকে আমেরিকায় ঢুকতে বাধা! মার্কিন বিমানবন্দর থেকেই ভারতে ফিরলেন শিল্পী, কেন?

এই অনুষ্ঠানে বিখ্যাত মার্কিন সুরকার জর্জ ব্রুকসের সঙ্গে জুটি বাঁধার কথা ছিল তাঁর। কিন্তু তাঁকে সানফ্রান্সিকো বিমানবন্দর থেকেই ভারতে ফিরিয়ে দেওয়া হল। তাঁকে আমেরিকায় ঢুকতেই দেওয়া হল না।

পার্বতী বাউলকে আমেরিকায় ঢুকতে বাধা! মার্কিন বিমানবন্দর থেকেই ভারতে ফিরলেন শিল্পী, কেন?

|

May 22, 2025 | 4:35 PM

আমেরিকায় কনসার্ট করতে গিয়ে বিপাকে পড়লেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী পার্বতী বাউল। মার্কিন বিমানবন্দরে পা রাখতেই তাঁকে মার্কিন মাটিতে ঢুকতে বাধা দেওয়া হল। পার্বতী বাউলের অভিযোগ, তাঁর সঙ্গে রীতিমতো অনুপ্রবেশকারীদের মতো আচরণ করা হয়েছে। নিজের ফেসবুক পেজে হেনস্থার কথা স্পষ্টই লিখেছেন পার্বতী।

পার্বতী বাউলের ফেসবুক পোস্ট অনুযায়ী, ১৮ মে রবিবার মার্কিন সময় সন্ধ্যা ৭ টা নাগাদ সানফ্রান্সিসকো একটা গানের অনুষ্ঠান ছিল পার্বতীর। এই অনুষ্ঠানে বিখ্যাত মার্কিন সুরকার জর্জ ব্রুকসের সঙ্গে জুটি বাঁধার কথা ছিল তাঁর। কিন্তু তাঁকে সানফ্রান্সিসকো বিমানবন্দর থেকেই ভারতে ফিরিয়ে দেওয়া হল। তাঁকে আমেরিকায় ঢুকতেই দেওয়া হল না। জানা গিয়েছে, বিমানবন্দরে তাঁর সঙ্গে রীতিমতো অনুপ্রবেশকারীদের মতো আচরণ করা হয়েছে। পার্বতী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভিসা, পাসপোর্ট সব ঠিকই ছিল। ওদের মনে হয়, আমি হয়তো আমেরিকায় থেকেই যাব। সেই সন্দেহর বশেই আমাকে ঢুকতে দিল না। এমনকী, আগামী ৫ বছরও নিষেধাজ্ঞা রয়েছে।

 

এই ঘটনার ফলে মার্কিন কনসার্ট বাতিল হলেও, জুমের মাধ্যমে একসঙ্গে পারফর্ম করবেন পার্বতী ও ব্রুকস। তবে পার্বতী বাউলের সঙ্গে এমন ঘটনায় তাঁর অনুরাগীরা ক্ষোভ উগরে দিয়েছেন সোশাল মিডিয়ায়।