বাবা ‘জামাই’, আমি বাংলার নাতি: অভিষেক বচ্চন

শুভঙ্কর চক্রবর্তী |

Nov 23, 2020 | 8:24 AM

অভিষেক (Abhishek Bachchan) কলকাতায় এর আগেও শুটিং করেছেন। ‘বব বিশ্বাস’-এর শুটিংয়ের সময় তিনি এসেছিলেন তিলোত্তমায়। “কলকাতায় ফিরে আসা আমার কাছে এক দারুণ অভিজ্ঞতা

বাবা ‘জামাই’, আমি বাংলার নাতি: অভিষেক বচ্চন
'লুডো'র শুটিংয়ে অভিষেক

Follow Us

Tv9 বাংলা ডিজিটাল: Anurag Basu পরিচালিত লুডো নেটফ্লিক্সে রিলিজ হল। তারপর থেকে ছবি নিয়ে চলছে অবিরাম আলোচনা। চিত্রনাট্য থেকে অভিনয়, সিনেমোটোগ্রাফি থেক ফিল্মের মিউজিক নিয়ে চলেছে ভূয়ষী প্রশংসা। আলাদাভাবে নজর গিয়েছে চরিত্রগুলোর দিকে। তবে ফিল্মে বটুকেশ্বর তিওয়ারি চরিত্রে অভিষেক বচ্চন (Abhishek Bachchan) আলাদাভাবে নজর কেড়েছেন। অভিষেকের সাবলীল অভিনয়ের সঙ্গে অভিব্যক্তি মিশে গিয়েছে এমনভাবে যে কখনও মনে হয়নি তা উচ্চকিত।

আরও পড়ুন: ‘না না না’— তৈমুরের চিৎকার ধর্মশালার রাস্তায়: দেখুন ভিডিও

 

ফিল্মে বটুকেশ্বর তিওয়ারি ওরফে বিট্টুর বেশিরভাগ দৃশ্য শুট হয়েছে কলকাতায়। হুগলির চুঁচুড়াতে ২০১৮-র নভেম্বর মাসে কিছু অংশ শুট হয়েছে ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেকের কাছে জানতে চাওয়া হয়, কেমন ছিল কলকাতার শুটিং?


উত্তরে বিট্টু বলেন, কলকাতা আমার বাড়ির মতো। আমার মা বাঙালি, আর বাবা (Amitabh Bachchan)  বাংলার জামাই। তাই আমি বাংলার নাতি। এবং সে কারণে কলকাতার কোথাও শুটিংয়ে আমার কোনও সমস্যা হয় না।

কিছুদিন আগে অবশ্য পরিচালক অনুরাগ জানিয়েছিলেন, লুডো-র শুটিয়ের সময় কলকাতার রাস্তায় ভিড় জমে যায়। এক সময় শুটিং বন্ধ করে দিতে হয়।

অভিষেক কলকাতায় এর আগেও শুটিং করেছেন। বব বিশ্বাস-এর শুটিংয়ের সময় তিনি এসেছিলেন তিলোত্তমায়। কলকাতায় ফিরে আসা আমার কাছে এক দারুণ অভিজ্ঞতা। ২০০৩ সালে মনি রত্নমের (Mani Ratnam) ছবি যুবা করার সময় শহরে আসি। তারপর ঋতুপর্ণ ঘোষের অন্তরমহল করলাম।

পার্থ সেনগুপ্তর দেশ ছবিতে মা-ছেলের চরিত্রে আমি এবং মা (Jaya Bachchan) দুজনেই অভিনয় করেছিলাম। যতবার আমি কলকাতায় আসি, রাজকীয় অভ্যর্থনা পাই। মনে হয় আমি আবার বাড়ি ফিরলাম।

 

Next Article