Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সিরিয়ালে জিৎ! সুপারস্টারের এই খবরটা কি আপনার জানা আছে?

সিনেমায় তাঁর যাত্রা শুরু হয়েছিল ২০০২ সালে হরনাথ চক্রবর্তীর সাথী ছবি দিয়ে। জিতের বিপরীতে ছিলেন প্রিয়াঙ্কা ত্রিবেদী। প্রথম ছবিতেই জিৎ বুঝিয়ে দিয়েছিলেন তিনি লম্বা রেসের ঘোড়া।

সিরিয়ালে জিৎ! সুপারস্টারের এই খবরটা কি আপনার জানা আছে?
Image Credit source: Instagram
Follow Us:
| Updated on: Mar 01, 2025 | 6:03 PM

তিনি টলিউডের সুপারস্টার। বলিউডের যদি গ্রিকগড হন হৃতিক রোশন, তাহলে টলিউড ইন্ডাস্ট্রির গ্রিকগড তিনিই! হ্যাঁ, কথা হচ্ছে টলি নায়ক জিতের। যে কিনা টলিউড বক্স অফিসের সাথী এবং বাম্পার হিটের সঙ্গী। সিনেমায় তাঁর যাত্রা শুরু হয়েছিল ২০০২ সালে হরনাথ চক্রবর্তীর সাথী ছবি দিয়ে। জিতের বিপরীতে ছিলেন প্রিয়াঙ্কা ত্রিবেদী। প্রথম ছবিতেই জিৎ বুঝিয়ে দিয়েছিলেন তিনি লম্বা রেসের ঘোড়া। আর সময় এগোতে তা প্রমাণও করলেন জিৎ। কিন্তু জানেন কি? কেরিয়ারের শুরুতে টেলিভিশন ধারাবাহিকেও অভিনয় করেছিলেন জিৎ! হ্য়াঁ, এমনটাই ঘটেছিল।

বিষয়টা একটু বিশদে বলা যাক বরং। জিতের আসল নাম জিতেন্দ্র মদনানি। এটা মোটামুটি সবাই জানেন। সিনেমার জন্য যে তাঁর জিৎ নাম নিতে হয়েছিল, সে খবরও রয়েছে। তবে জিতেন্দ্রর যখন, জিৎ হওয়া হয়নি, তখন শুরুটা ছিল মডেলিং থেকেই। সালটা ১৯৯৪। টেলিভিশনে তখন ধারাবাহিকের রমরমা। সেই সময়ই ছোটপর্দায় পা রাখলেন জিৎ। সিরিয়ালের নাম ‘বিষবৃক্ষ’। পরিচালক বিষ্ণু পাল চৌধুরী। প্রথম থেকেই নজরে পড়েন জিৎ। ঝকঝকে চেহারার। সাবলীল অভিনয়ে চটজলদি সিরিয়াল প্রেমীদের মন জয় করে নেন জিৎ। বলা ভালো, এই সময় বেশ কিছু বিজ্ঞাপনও করেছিলেন টলিউডের সুপারস্টার। সম্প্রতি নায়ক জিতের একটি ফ্যান পেজ থেকে শেয়ার করা হয়েছে, জিতের এই ধারাবাহিকের একটি ভিডিও ক্লিপ। যা দেখে নস্ট্যালজিয়ায় ভেসেছেন অনুরাগীরা। প্রথমে এই ধারাবাহিক হিন্দিতে হলেও, পরে এটি বাংলাতেও সম্প্রচারিত হয়।