‘আপনি তো বেলুন হয়ে গিয়েছেন’, ওজন বাড়ার জন্য নাজেহাল হতে হচ্ছে পার্নো মিত্রকে
Parno Mitra Trolling: ইদানিং শরীরের ওজন বেড়েছে পর্নোর। তাতে খুব একটা বিচলিত নন অভিনেত্রী। কিন্তু নেটিজ়েনদের খুব মাথাব্যথা হয়েছে। শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানকার গ্রাম ঘুরে বেরিয়েছেন। দারুণ মজা করেছেন। তাঁর খোলামেলা পোশাক পরা দেখে সেখানেও অনেকে তাঁকে কটাক্ষের সুরে নানা কথা শুনিয়েছেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশকিছু ছবি পোস্ট করেছেন টলিউড অভিনেত্রী পার্নো মিত্র। তাঁর ছবি দেখে কটাক্ষের বন্যা বয়ে গিয়েছে। যে ছবি পার্নো শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রামে, তাতে দেখা যাচ্ছে সাদা পোশাক পরে রয়েছে তিনি। পার্নো নাকি বেলুনের মতো ফুলে গিয়েছেন। এমনটা লিখেছেন এক নেটিজ়েন।
ইদানিং শরীরের ওজন বেড়েছে পর্নোর। তাতে খুব একটা বিচলিত নন অভিনেত্রী। কিন্তু নেটিজ়েনদের খুব মাথাব্যথা হয়েছে। শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানকার গ্রাম ঘুরে বেরিয়েছেন। দারুণ মজা করেছেন। তাঁর খোলামেলা পোশাক পরা দেখে সেখানেও অনেকে তাঁকে কটাক্ষের সুরে নানা কথা শুনিয়েছেন। কলকাতায় ফিরে আসার পর তাঁর শ্রীলঙ্কা ভ্রমণের কিছু কথা উল্লেখ করেন পর্নো।
শ্রীলঙ্কায় তিনি কোথায় ছিলেন, কীভাবে ঘুরে বেড়িয়েছেন, কেমনভাবে খেলেছেন, সবটাই লিখেছিলেন। কিন্তু সেখানেও তাঁর ছবি দেখে কম রসিকতা হয়নি। সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে পার্নো কিছু ছবি পোস্ট করায় তাঁকে ‘বেলুন’ বলতেও ছাড়েননি এক নেটিজ়েন।
View this post on Instagram
সিরিয়ালে অভিনয় করে অভিনয় জগতে পা রেখেছিলেন পার্নো। তারপর তাঁকে দেখা যায় বাংলা ছবিতে। বেশকিছু ওয়েব সিরিজ়েও কাজ করেছেন তিনি। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। তিনি সেই নির্বাচনে হেরেও গিয়েছিলেন।