গুরুতর অসুস্থ প্রভাত রায়, কী হয়েছে পরিচালকের?

বেশ কিছুদিন ধরেই কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন প্রভাত রায়। ডায়ালিসিসও চলছিল তাঁর। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এই মুহূর্তে তাঁর সঙ্গে রয়েছেন পরিচালক কন্যা একতা ভট্টাচার্য।

গুরুতর অসুস্থ প্রভাত রায়, কী হয়েছে পরিচালকের?

|

May 15, 2025 | 12:41 PM

গুরুতর অসুস্থ বাংলা সিনেমার জনপ্রিয় পরিচালক প্রভাত রায়। পরিচালক ভর্তি রয়েছেন দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন প্রভাত রায়। ডায়ালিসিসও চলছিল তাঁর। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এই মুহূর্তে তাঁর সঙ্গে রয়েছেন পরিচালক কন্যা একতা ভট্টাচার্য।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বুধবার রাতে পরিচালকের একটি জটিল অস্ত্রোপচার হয়। চিকিৎসকেরা জানিয়েছেন পামক্যাথে সংক্রমণ৷ তবে আগের থেকে পরিচালকের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে বিপদ এখনও কাটেনি বলেই জানিয়েছে চিকিৎসকরা। তাঁকে রাখা হয়েছে চিকিৎসকের কড়া নজরে।