জন্মসূত্রে তিনি বাঙালি। বয়স মাত্র ২১ বছর। তবে ইতিমধ্যেই তাঁর সম্পত্তির পরিমাণ শুনলে চমকে যাবেন! কে তিনি কী করেন? কীভাবে বা এত টাকা তাঁর পকেটে? আসুন এই তন্বীকে চিনে নেওয়া যাক টিভি নাইন বাংলার এই প্রতিবেদনে। এই সুন্দরী কন্যের নাম অনুষ্কা সেন। অনুষ্কা পেশায় অভিনেত্রী ও মডেল। সেখান থেকে তাঁর আয় বেশ ভাল। ধারাবাহিকে অভিনয় করেন।
সূত্র জানাচ্ছে, ধারাবাহিক প্রতি এপিসোডে নাকি লক্ষাধিক টাকা পারিশ্রমিক পান তিনি। আয়ের আরও জায়গা রয়েছে। বয়স ২১ হলে কী হবে, এখনই তাঁর ইনস্টাগ্রামে অনুরাগীর সংখ্যা প্রায় ৪০ মিলিয়ন! মাসে তাঁর আয় শুনলেও চোখ কপালে উঠবে। মাস প্রতি নাকি প্রায় ৫ লক্ষ টাকা আয় করেন এই নায়িকা। ইনস্টাগ্রামে একটা পোস্ট করতেও টাকা নেন তিনি।
তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২০ কোটির মতো। প্রতি দিন ক্রমশ তা বেড়েই চলেছে। শুধু কি আয়? জীবনযাত্রা দেখলেও চোখ ঝলসে যাবে। দামি গাড়ি, বিলাসবহুল বাড়ি কী নেই অনুষ্কার! ‘বাল বীর’, ‘ঝাঁসি কি রানি’র মতো জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। ছোট থেকে অভিনয় করেও হারিয়ে যাননি তিনি। ভবিষ্যতে নিজেকে একজন সফল নায়িকা হিসেবে দেখতে চান তিনি।