হাজার তিক্ততার মাঝে মায়ের সঙ্গে শিশু বয়সের ছবি শেয়ার অহনার, তা হলে কি বিবাদ মিটল?
Ahona Dutta-Mother: মায়ের সঙ্গে সম্পর্ক ভাল না অভিনেত্রী অহনা দত্তর। বেশ তিক্ত। মায়ের সঙ্গে একটাও কথা হয় না তাঁর। এই তিক্ততার মাঝেই সদ্যজাত অবস্থার একটা ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। তাতে মায়ের কোলে তিনি। জন্মের পরপরই ছবিটি তোলা হয়। এমন একটি ছবি কেন শেয়ার করেছেন অভিনেত্রী? তা হলে কি মায়ের সঙ্গে বিবাদ মিটল তাঁর? TV9 বাংলাকে কী জানালেন অভিনেত্রী?
নিজের জন্মদায়ী মায়ের সঙ্গে আদায়-কাঁচকলার সম্পর্ক ছোট পর্দার অভিনেত্রী অহনা দত্তর। মা নাকি তাঁকে ভীষণ আঘাত দিয়েছেন। শোনা যায়, তাঁকে নাকি বাড়ি থেকে বেরও করে দিয়েছেন মা। তাই নিয়ে অভিনেত্রীর মনে অসম্ভব ক্ষোভ এবং অসন্তোষ জমে আছে। বিষয়টি নিয়ে একবাক্যও খরচ করতে চান না অহনা। কিন্তু শুক্রবার বিকেলে তিনি যা ঘটালেন, তারপরে অনেকেরই হয়তো মনে হতে পারে মায়ের সঙ্গে তিক্ততা মিটে গিয়েছে অভিনেত্রীর।
শুক্রবার বিকেলে নিজের সদ্য়জাত অবস্থার একটি ছবি শেয়ার করেছেন অহনা। ছবিতে দেখা যাচ্ছে সহ্যজাত অহনা তাঁর মায়ের কোলে শান্তিতে ঘুমোচ্ছেন। ছবিটি শেয়ার করে অহনা একটি লাল হৃদয় পোস্ট করেছেন ক্যাপশনে। আর কোন কথা লেখেননি তিনি। এমনকী এও জানেননি ছবিতে মহিলা সম্পর্কে তাঁর কে? ছোট বাচ্চাটাই বা কে? তবে ছবিটি পোস্ট হওয়া মাত্রই মানুষের লাইক এবং কেয়ার আসতে শুরু করে। সেই সঙ্গে মনের কোণে উঁকি দিতে থাকে একটা প্রশ্ন–তবে কি মায়ের সঙ্গে সমস্ত বিবাদ মিটে গিয়েছে।
বিষয়টি জানতে TV9 বাংলা যোগাযোগ করেছিল অহনার সঙ্গে। অভিনেত্রী বলেছেন, “ছবিতে যাঁকে দেখছেন, তিনি আমার মা এবং তাঁর কোলে আমি। এই ছবিটা কিন্তু আমি এমনই শেয়ার করেছি। একদমই ভাববেন না আমার মায়ের সঙ্গে আমার সমস্যা মিটে গিয়েছে কিংবা আমি তাঁকে ক্ষমা করে দিয়েছি। সম্পর্কে যে তিক্ততা ছিল সেই তিক্তটাই রয়েছে। এর মধ্যে কোনওরকম সমীকরণ না খোঁজাই ভাল। জাস্ট এমনই ছবিটা শেয়ার করেছি। এই মুহূর্তে এইটুকুই বলতে চাই আমি।”