৫ ঘণ্টার অপেক্ষার মধ্যে তৃষ্ণার্ত তৃণাকে এক বোতল জলও দেওয়া হল না, অভিযোগ অভিনেত্রীর
Trina Saha: এক ঘণ্টা, দু'ঘণ্টা কেটে যায়। টানা পাঁচ ঘণ্টা অপেক্ষা করার পর বোর্ডিং করানোর ব্যবস্থা করা হয় বিমানে। সেই বেসরকারী বিমানসংস্থার প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন তৃণা। অভিনেত্রীর এও দাবি, সেই সংস্থার এক কর্মী নাকি ভীষণ দুর্ব্যবহার করেছেন যাত্রীদের সঙ্গে। তাঁর নাম উল্লেখ করে তুলোধনাও করেছেন তৃণা।

জরুরি কাজে শুক্রবার (১২ জানুয়ারি, ২০২৪) রাতে তাইল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছিলেন বাঙালি অভিনেত্রী তৃণা সাহা। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে নির্দিষ্ট সময়ে পৌঁছানোর পরই ঘটে এক বিপত্তি। সিকিউরিটি চেক করার পর বিমান ধরবেন বলে তৃণা এগিয়ে যান গেটের দিকে। তারপরই অন্তত অপেক্ষা। সময় পেরিয়ে যায়। বোর্ডিং কিছুতেই হয় না বিমানের। এক ঘণ্টা, দু’ঘণ্টা কেটে যায়। টানা পাঁচ ঘণ্টা অপেক্ষা করার পর বোর্ডিং করানোর ব্যবস্থা করা হয় বিমানে। সেই বেসরকারী বিমানসংস্থার প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন তৃণা। অভিনেত্রীর এও দাবি, সেই সংস্থার এক কর্মী নাকি ভীষণ দুর্ব্যবহার করেছেন যাত্রীদের সঙ্গে। তাঁর নাম উল্লেখ করে তুলোধনাও করেছেন তৃণা।
তাঁর লম্বা ইনস্টাগ্রাম পোস্টে তৃণা শেয়ার করেছেন একটি ভিডিয়ো এবং লম্বা ক্যাপশনে লিখেছেন, “মিথ্যার খোলস ছাড়ানোর ছোট্ট ভিডিয়ো। ৫ ঘণ্টা অপেক্ষা করেছি, আগাম নোটিস ছাড়াই। দেরি হওয়ার ঘোষণা হয়নি। ৫ ঘণ্টার অপেক্ষা করিয়েছে বিমানসংস্থা। এবং সংস্থার পক্ষ থেকে কেউ একটা সরি পর্যন্ত বলতে আসেনি। ক্ষতিপূরণ তো দূরের কথা। ওদের থেকে এক বোতল জলও পাইনি আমরা। আমরা যাঁরা তাইল্যান্ডে কাজের জন্য যাচ্ছিলাম, আমাদের ধৈর্যচ্য়ুতি ঘটেছে। মূল্যবান সময়ও নষ্ট হয়েছে। বেসরকারী বিমানসংস্থা কর্মীদের ব্যবহার আরও জঘন্য। তাঁরা আবার বলেছেন, এই দেরির জন্য নাকি তাঁরা দায়ী নন।”
তৃণার এই পোস্টের পর নেটিজ়েনদের একটা বড় অংশ অভিনেত্রীর পাশে এসে দাঁড়িয়েছেন। তাঁকে সম্মতি জানিয়ে বলেওছেন, “কেবল ৫ ঘণ্টা নয়, ১১-১২ ঘণ্টা অপেক্ষা করায় এই বিমান সংস্থা…”
View this post on Instagram





