‘বিবাহিত’ গৌরবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তরুণীর, ‘আমার সঙ্গে এত রাত…’
তরুণীর নাম শ্রেয়সী চট্টোপাধ্যায়, যিনিও পেশায় একজন গায়িকা। পাহাড়ের কোলের গৌরবের সঙ্গে এক ছবি শেয়ার করে বড়সড় এক ফেসবুক করেছিলেন শ্রেয়সী।

সঙ্গীতশিল্পী গৌরব সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এক তরুণীর। ফেসবুকে গায়কের বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, দু’জনের বিয়ের কথা চূড়ান্ত হয়ে গেলেও শেষ মুহূর্তে সম্পর্ক ভেঙে দিয়েছেন গৌরব। তরুণীর নাম শ্রেয়সী চট্টোপাধ্যায়, যিনিও পেশায় একজন গায়িকা। পাহাড়ের কোলের গৌরবের সঙ্গে এক ছবি শেয়ার করে বড়সড় এক ফেসবুক করেছিলেন শ্রেয়সী। তিনি লিখেছিলেন, “… বিগত অনেক মাস ধরে অনেকেই জানেন যে আমি গৌরব সরকারের সঙ্গে সম্পর্কে ছিলাম। গত পরশু অবধিও আমরা সম্পর্কে ছিলাম। ২০২৫ সালের ২৪ জানুয়ারি আমাদের বিয়ে হওয়ারও কথা ছিল।”
শ্রেয়সী জানিয়েছেন, বিয়ের যাবতীয় আয়োজনও হয়ে গিয়েছিল। সেপ্টেম্বর মাসে বাগদানেরও কথা ছিল। তিনি লেখেন, “সব কিছু ঠিক ছিল বলে আমার মা আমাদের দার্জিলিং ট্রিপে যেতে দেন। আমি বুঝতে পারিনি এই ট্রিপটাই আমার জীবনে কাল হয়ে দাঁড়াবে। ট্রিপ থেকে ফিরেই গৌরবের মনে হয় আমি ওর জন্য পারফেক্ট নই। আমার একসঙ্গে ভাল থাকব না।” শ্রেয়সীর অভিযোগ, এর পরেই তাঁর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন গায়ক। তাঁর প্রশ্ন “ঘুরতে গিয়ে যখন সে আমার সঙ্গে এত রাত থেকেছে, আমার মা ফোন করলেই বলেছে কাকিমা তোমার কোনও চিন্তা নেই, যখন মাঝে মধ্যেই আমরা এয়ার বিএনবিতে থাকতাম তখন ওর মনে হয়নি যে ও আমার সঙ্গে থাকতে পারবে না?”
যদিও পাল্টা মুখ খুলেছেন গৌরব। তাঁর দাবি, এ নিয়ে তিনি আলোচনা করতে চান না। তাঁর কাছের মানুষ তাঁকে চেনেন। এমনকি সাইবার ক্রাইমে অভিযোগ জানানোর কথাও ভাবছিলেন বলে জানান তিনি। অভিযোগকারিণী কি সত্যিই তাঁর প্রেমিকা? এ প্রসঙ্গে গৌরব বলেছেন, “আমার পরিবারের কেউ ওকে দেখেইনি। বর্তমানে ওর সঙ্গে আমার কোনওরকম সম্পর্ক নেই।” এর আগে দীর্ঘদিনের প্রেমিকা স্বাগতা সিংহের সঙ্গে বিয়ে হয়েছিল গৌরবের। যদিও খবর, সেই বিয়েও ভেঙে গিয়েছে গায়কের।





