বাংলার কোন সুপারস্টার চল্লিশেরও বেশি বলিউড অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন ?

প্রায় ৪০ এরও বেশি বলিউড অভিনেত্রীর বিপরীতে নায়ক হিসাবে অভিনয় করেছেন। প্রতিটি ছবি প্রায় সুপারহিট।

বাংলার কোন সুপারস্টার চল্লিশেরও বেশি বলিউড অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন ?

|

Apr 28, 2025 | 4:57 PM

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে টলিউডে ‘ইন্ডাস্ট্রি’ তকমা দেওয়া হয়। দশকের পর দশক ধরে বাংলা সিনেমার পর্দায় রাজ করছেন তিনি। সময়ের সঙ্গে তিনি নিজেকে ভেঙেছেন গড়েছেন । এখনও নতুন চরিত্রে অভিনয় করার জন্য মুখিয়ে থাকেন।  বাংলা ছাড়াও বলিউডের বেশকিছু সিনেমা, সিরিজে অভিনয় করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। ‘জুবলি’ হোক বা ‘খাকি-বেঙ্গল চ্যাপ্টার’ সারা দেশের দর্শকদের মনে ধরেছে। বাংলা ছবিতে বহু দশক ধরে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ফ্যানরা সবসময় তাঁর কাজের দিকে নজর রাখে।

এর সঙ্গে  বলা যায় আরও একটি রেকর্ড রয়েছে তাঁর। প্রায় ৪০ এরও বেশি বলিউড অভিনেত্রীর বিপরীতে নায়ক হিসাবে অভিনয় করে ফেলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রায় প্রতিটি ছবি সুপারহিট। এই তালিকায় প্রথমেই  বিজয়েতা পণ্ডিতের নাম আসে, ছবির নাম ‘অমর সঙ্গী’।এই ছবির গান প্রসেনজিৎচট্টোপাধ্যায়ের সিগনেচার টিউনে পরিনত হয়েছে।

এরপর মধু কাপুরের সঙ্গে করেছেন ‘অপরূপা’ ছবি , ‘প্রতিপক্ষ’ ছবিতে নায়িকা রামেশ্বরী, অভিনেত্রী অনুরাধা প্যাটেলের সঙ্গে করেছেন ‘ জ্যোতি’ ছবি। ‘আমার তুমি’ ছবিতে ফারহান নাজের সঙ্গে  প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবির জনপ্রিয় গান  আজও দর্শকের মনে রয়ে গিয়েছে।এছাড়াও ‘ নিশিতৃষ্ণা’ ছবিতে মুনমুন সেনের সঙ্গেও অভিনয় করছেন টলিউডের বুম্বা দা। জুহি চাওলার সঙ্গে ‘অমর প্রেম’, পুনম দাশগুপ্তর সঙ্গে ‘আক্রোশ’। রামায়ণ খ্যাত অভিনেত্রী দীপিকা চিখালিয়া সঙ্গে ‘আশা ও ভালবাসা’ ছবিতে জুটি বিঁধেছিলেন এভারগ্রীন প্রসেনজীৎ , এছাড়াও রেশমা সিংহের সঙ্গে ‘প্রণমি তোমায়’, বীনা ব্যানার্জীর সঙ্গে ‘চোখের আলোয় ‘, অভিনেত্রী সোনমের সঙ্গে ‘মন্দিরা’, নীলম এর সঙ্গে অভিনয় করেছেন ‘বদনাম’ ছবিতে।  তালিকা দীর্ঘ, মধুশ্রী, শান্তিপ্রিয়া, আয়েশা জুলকা,সাহিবা, পল্লবী যোশী, নীতা পুরী, রুখসার রহমান, রানী মুখোপাধ্যায়, জয়া প্রদা, জেনিভা, মৌলি গঙ্গোপাধ্যায়, বর্ষা উসগাওকার, মোনালিসা, ঐশ্বর্য রাই, রাইমা সেন, রিমি সেন, রম্ভা, কঙ্কনা সেন শর্মা, প্রীতি জিন্টা, সমীরা রেড্ডি, মনীষা কৈরালা, বিপাশা বসু, নন্দনা সেন, রিয়া সেন, পদ্মপ্রিয়া। কমলিনী মুখোপাধ্যায়, রিচা গঙ্গোপাধ্যায়, কল্কি কোয়েচলিন, দিব্যা দত্ত, রাচেল হোয়াইট, আর খুব সম্প্রতি অদিতি রাও হায়দারি, চিত্রাঙ্গদা সিং। আগামী দিনে এই তালিকা আরও কত দীর্ঘ হয়, সেদিকেই নজর থাকবে।