আমি ছিলাম রোগা, তৃণা মোটা; পুরনো ছবি সামনে আসতেই তুলনা টানলেন অভিনেতা নীল ভট্টাচার্য

Sneha Sengupta |

Jan 30, 2024 | 11:09 AM

Neel-Trina: সময়ের সঙ্গে আমূল পাল্টেছেন নীল। পুরনো ছবি যখন দেখেন অবাক হন নিজেই। কেমন লাগে তাঁর? ছোটবেলা থেকেই স্ত্রী-অভিনেত্রী তৃণা সাহার সঙ্গে বন্ধুত্ব নীলের। এই পুরনো ছবি দেখে তৃণারও ভাল লাগে। বললেন, "আমাদের ছোটবেলার ছবিগুলো এরকমই। শুধু ও মোটা ছিল আর আমি রোগা।"

আমি ছিলাম রোগা, তৃণা মোটা; পুরনো ছবি সামনে আসতেই তুলনা টানলেন অভিনেতা নীল ভট্টাচার্য
নীল-তৃণা।

Follow Us

২০১২ সালে তোলা একটা ছবি। ফেসবুকই মনে করিয়ে দিল অভিনেতা নীল ভট্টাচার্যকে। রোগা-পটকা চেহারা। গোয়াতে একটি থিয়েটার শোয়ের আগে তোলা। ছবিতে অভিনেতাকে চেনাই দায়। তখন এবং এখন (Then And Now) ছবি পোস্ট করেছেন নীল। পুরনো ছবিটি খুঁজে বের করেছে ফেসবুক। আজ থেকে ১২ বছর আগে তোলা।

TV9 বাংলাকে নীল হাসতে-হাসতে বলেছেন, “হা হা ওটা আমি। খুব অন্য রকম দেখতে ছিলাম তখন। গোয়ার ফেস্টে থিয়েটার করতে গিয়েছিলাম আমরা। ‘শু স্টোরি’ (রাজা তোর জুতো কোথায়?) নাটকে পারফর্ম করতে গিয়েছিলাম গোয়াতে। জুতোর নির্মাতা হয়েছিলাম সেখানে।”

সময়ের সঙ্গে-সঙ্গে অনেকটাই পাল্টে গিয়েছেন নীল। এই ছবিগুলো যখন দেখেন খুবই অবাক হয়ে যান অভিনেতা। বলেছেন, ‘সুইট’ দেখতে লাগে তাঁর। ছোটবেলা থেকেই স্ত্রী-অভিনেত্রী তৃণা সাহার সঙ্গে বন্ধুত্ব নীলের। এই পুরনো ছবি দেখে তৃণারও ভাল লাগে। বললেন, “আমাদের ছোটবেলার ছবিগুলো এরকমই। শুধু ও মোটা ছিল আর আমি রোগা।”

সম্প্রতি তাইল্যান্ডে একটি ওয়েব সিরিজ়ের শুটিং করতে গিয়েছিলেন নীল-তৃণা। এই প্রথম একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তাঁরা। তার আগেই অবশ্য মুক্তি পেয়েছে তাঁদের মিউজ়িক ভিডিয়ো ‘বোকা সোডা’। গানের কথার জন্য ট্রোলড হয়েছে। তৃণাকে এক আইটেম গানে দেখে অনেকে তাঁকে কটূক্তিও করেছেন। এ ব্যাপারে তৃণা আগেই বলেছেন, “সব জিনিস সবার ভাল লাগবে না জানেন।”

Next Article