Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘চলুন,  ফাঁকা কোথাও বসি’, TV9 বাংলার আবদারে মধুপ্রিয়া যা-যা বললেন…

Madhupriya Chowdhury: মিষ্টি মুখের চনমনে অভিনেত্রী মধুপ্রিয়া চৌধুরী কি সিঙ্গল? তা যদি না হয়, তা হলে কেমন ধরনের পুরুষ তাঁর পছন্দ? এই ধরনের প্রশ্নের উত্তর জানতে TV9 বাংলা হাজির হয় 'তোমাদের রানী'র সেটে। সিনের আগে মেকআপ রুম থেকে বেরিয়ে আসেন মধুপ্রিয়া। স্টুডিয়োর ভিড় এবং হট্টগোলের মাঝে আড়াল খুঁজেই শুরু হল দেদার আড্ডা। চুপিচুপি মধুপ্রিয়া জানালেন তাঁর জীবনের কিছু সিক্রেট। শুনতে চান...?

'চলুন,  ফাঁকা কোথাও বসি', TV9 বাংলার আবদারে মধুপ্রিয়া যা-যা বললেন...
মধুপ্রিয়া চৌধুরী; পরমব্রত চট্টোপাধ্য়ায় (নিজস্ব চিত্র)
Follow Us:
| Updated on: Feb 24, 2024 | 12:14 PM

‘তিতলি’ ধারাবাহিকে এক পাইলটের চরিত্রে অভিনয় দিয়ে কেরিয়ার শুরু করেন অভিনেত্রী মধুপ্রিয়া চৌধুরী। সেখানে তাঁকে দেখা যায় নায়িকার চরিত্রে। কিন্তু সেই ধারাবাহিকের পর আর মধুপ্রিয়াকে লিড চরিত্রে দেখা গেল না। এই মুহূর্তে তিনি অভিনয় করছেন ‘তোমাদের রানী’ ধারাবাহিকে নায়িকার প্রিয় বান্ধবীর চরিত্রে। যে বান্ধবী নায়ক-নায়িকাকে মিলিয়ে দিতে চায়। কিন্তু দর্শকের জিজ্ঞাসা, মিষ্টি মুখের চনমনে মধুপ্রিয়া কি সিঙ্গল? তা যদি না হয়, তা হলে কী ধরনের পুরুষ তাঁর পছন্দ? এই ধরনের প্রশ্নের উত্তর জানতে TV9 বাংলা হাজির হয় ‘তোমাদের রানী’র সেটে। সিনের আগে মেকআপ রুম থেকে বেরিয়ে আসেন মধুপ্রিয়া। স্টুডিয়োর ভিড় এবং হট্টগোলের মাঝে আড়াল খুঁজেই শুরু হল দেদার আড্ডা। চুপিচুপি মধুপ্রিয়া জানালেন তাঁর জীবনের কিছু সিক্রেট। শুনতে চান…?

‘তোমাদের রানী’র সেটে তখন ভীষণ ব্যস্ততা। সবে লাঞ্চ শেষ করেছেন ইউনিটের সকলে। পরপর সিন আছে। শুটিং করতে হবে। লম্বা-লম্বা সিন। একফোঁটাও সময় নষ্ট করার অবকাশ নেই কারও। তারই ফাঁকে মধুপ্রিয়া নেচে ওঠেন। অল্প বয়সি অভিনেত্রী তাঁর সহজাত সারল্যে ছুট্টে এসে বলেন, “চলুন,  ফাঁকা কোথাও বসি।” কিছু দিন আগেই সেটের বাইরে একটি ফাঁকা জায়গায় শুট করা হয় ভ্যালেন্টাইন্স ডে-র সিকোয়েন্স। সেখানে তখনও বেঞ্চগুলো পেতে রাখা। মধুপ্রিয়া বলেন, “এই জায়গাটা তো সুন্দর, নিরিবিলি.. আসুন না, এখানেই গল্প করি।”

প্রেমের লোকেশনে প্রেমে দু’-চার কথা শুরু হল। মধুপ্রিয়াকে প্রথমেই জিজ্ঞেস করা হল, “আপনি কি সিঙ্গল, নাকি আছে কেউ?” গজদন্ত বিকশিত করে প্রচণ্ড হাসতে-হাসতে মধুপ্রিয়ার স্পষ্ট জবাব, “হ্যাঁ। আমি সিঙ্গল। আমি কিন্তু লুকোই না একদম।”

তা হলে কী ধরনের পুরুষ পছন্দ করেন মধুপ্রিয়া? একইভাবে হাসতে-হাসতে তাঁর জবাব, “কুমোরটুলিতে যে ধরনের প্রেমিকের অর্ডার দিয়েছিলাম, তা বাস্তবে পাইনি। তাও বলতে চাই, আমি নার্ডসদের বেশ পছন্দ করি। যে পুরুষেরা লেখাপড়া করে। যে ইন্টেলেকচুয়াল। আমার কাছে পুরুষদের সৌন্দর্য ম্য়াটার করে না। বুদ্ধি এবং মেধা না থাকলে আমাকে ইমপ্রেস করা বেশ কঠিন। আমার কাছে ‘ব্রেন ইজ় দ্য নিউ সেক্সি’ (এ ক্ষেত্রে মধুপ্রিয়া বোঝাতে চেয়েছেন বুদ্ধিমান পুরুষই তাঁর কাছে সেক্সি)! চশমা পরা, লম্বা, গম্ভীর কণ্ঠস্বর হলে আমি পটে যেতে পারি। আর হ্যাঁ, মানুষটার মধ্যে হিউমার থাকতেই হবে। অনেকটা পরমব্রত চট্টোপাধ্য়ায় টাইপস। পরমব্রত চট্টোপাধ্যায় আমার ক্রাশ, তার মতো কাউকে পেলে আমি বর্তে যাব জীবনে।” পুরুষের মগজাস্ত্রই যে তাঁর কাছে ‘সেক্সি’, তা স্পষ্ট করে দিয়েছেন মধুপ্রিয়া। ঘটনাচক্রে পরমব্রত চট্টোপাধ্যায় যে ফেলুদার ভূমিকায় অভিনয় করেছেন, তারও হাতিয়ার কিন্তু সেই মগজাস্ত্র।

মধুপ্রিয়া জানিয়েছেন, পরমব্রত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্য়ায়দের মতো অভিনেতাদের সঙ্গে বড় পর্দায় অভিনয় করতে চান তিনি। সবার আগে তিনি চান, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করতে। সেটা তার ‘dream’ (স্বপ্ন)।