Tutu Basu, Mohun Bagan: এবার এসআইআর শুনানিতে ডাক মোহনবাগান রত্ন, প্রাক্তন সাংসদ টুটু বসুকেও!
Mohun Bagan Ratna Swapan Sadhan Bose: আর সেই টুটু বসু বা স্বপন সাধন বসু ও তাঁর গোটা পরিবারকে এবার এসআইআরের শুনানিতে ডাকা হল। আগামী ১৯ ফেব্রুয়ারি বালিগঞ্জ গভর্মেন্ট হাইস্কুলে এসআইআরের শুনানিতে ডাক পেয়েছেন টুটু বসু, তাঁর পুত্র অর্থাৎ মোহনবাগান সচিব ও প্রাক্তন সাংসদ সৃঞ্জয় বসু সহ গোটা পরিবারকে।

মোহনবাগান মানেই টুটু বসু। সরকারি ভাবে না হোক, মোহনবাগানি মাত্রেই জানেন টুটু বসু আর মোহনবাগানকে আজকের দিনে দাঁড়িয়ে আলাদা করা প্রায় অসম্ভবও। কারণ, মোহনবাগানের কথা এলে সেখানে যেমন আসবে টুটু বসুর কথা। খারাপ সময়ে ক্লাবের অর্থনৈতিক সাপোর্ট বলতে আজও আসে সেই টুটু বসুর নাম। একসময় তৃণমূলের রাজ্যসভার সাংসদও ছিলেন তিনি।
আর সেই টুটু বসু বা স্বপন সাধন বসু ও তাঁর গোটা পরিবারকে এবার এসআইআরের শুনানিতে ডাকা হল। আগামী ১৯ ফেব্রুয়ারি বালিগঞ্জ গভর্মেন্ট হাইস্কুলে এসআইআরের শুনানিতে ডাক পেয়েছেন টুটু বসু, তাঁর পুত্র অর্থাৎ মোহনবাগান সচিব ও প্রাক্তন সাংসদ সৃঞ্জয় বসু সহ গোটা পরিবারকে।
জানা গিয়েছে, ২০০২ সালের এই ভোটার তালিকায় নাম খুঁজে পাওয়া যায়নি টুটু বসু ও তাঁর পরিবারের। বসু পরিবার সূত্রে খবর, ২০০২ সালে হাঙ্গার ফোর্ড স্ট্রিটের বাসিন্দা ছিলেন তাঁরা। কিন্তু ওই অঞ্চলের ভোটার লিস্টে নাম খুঁজে পাওয়া যায়নি তাঁদের। প্রথমে বিএলওর তরফে জানানো হয়েছিল সব ঠিকই রয়েছে। কিন্তু পরবর্তীতে জানানো হয়েছে শুনানিতে যেতে হবে তাঁদের।
বর্তমানে কলকাতা পুরসভার ৬৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা টুটু বসু ও তাঁর পরিবার। এই এলাকা বালিগঞ্জ বিধানসভার অন্তর্গত। যদিও বসু পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে অসুস্থতার কারণে শুনানিতে গিয়ে হাজিরা দেওয়া সম্ভব নয় টুটু বসুর পক্ষে। যদিও মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু ও পরিবারের বাকি সদস্যরা এসআইআরের শুনানিতে যাবেন।
