
তাঁর শরীরে বাসা বেঁধেছে মারণ রোগ ক্যান্সার। টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় অভিনেত্রী হলেও, আর্থিক সঙ্গতি নেই চিকিৎসার। ক্যানসারের সঙ্গে লড়াই করার জন্য অভিনেত্রীর প্রয়োজন লক্ষ লক্ষ টাকা। উপায় না পেয়েই সোশাল মিডিয়ার হাত ধরে বন্ধু-বান্ধব, সহকর্মী এবং অনুরাগীদের কাছে সাহায্য চাইতে এগিয়ে এল অভিনেত্রীর পরিবার। লম্বা পোস্টে অভিনেত্রীর ছেলে লিখলেন, মাকে বাঁচানোর জন্য প্রচুর অর্থের প্রয়োজন। সাহায্য করুন। ভাবছেন কে সেই অভিনেত্রী? ছোটপর্দা ও বড়পর্দার খুবই পরিচিত মুখ অভিনেত্রী শ্রাবণী বণিক।
টিভি খুললেই পর্দায় ফুটে উঠত দুরন্ত এক অভিনেত্রীর মুখ। একের পর এক ধারাবাহিকে দারুণ অভিনয় করে বাংলা সিরিয়ালপ্রেমী মানুষের মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন শ্রাবণী বণিক। লালকুঠি, গোধূলী আলাপ, রাঙা বউ, সোহাগ চাঁদ প্রতিটি ধারাবাহিকেই তাঁর অভিনয় নজর কেড়েছিল। সেই অভিনেত্রীই এখন ক্যানসারের সঙ্গে লড়ছেন।
অভিনেত্রী ছেলে অচ্যুত আদর্শ সোশাল মিডিয়ায় পোস্টটি শেয়ার করেছেন, অভিনেত্রীরই কাছে মানুষরা। সেই পোস্টে লেখা রয়েছে, “সবার প্রিয় অভিনেত্রী শ্রাবণী বণিকের ছেলের আবেদন ৷ শ্রাবণী মারণরোগ ক্যানসারে আক্রান্ত ৷ আপনাদের সাহায্য চাই ৷” ক্রাউড ফান্ডিং চেয়ে অভিনেত্রীর ছেলে লিখেছেন, ”আমি আমার মা অভিনেত্রী শ্রাবণী বনিকের জন্য আর্থিক তহবিল সংগ্রহ করছি ৷ আমার মা ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমা অর্থাৎ ফুসফুস ক্যানসার এবং মেটাস্টেসিসে ভুগছেন। পরিবার চিকিৎসার জন্য প্রয়োজনীয় মোট অর্থ সংগ্রহের জন্য যথাসাধ্য চেষ্টা করেছে ৷ কিন্তু সমস্ত চিকিৎসা খরচ বহন করতে আরও ১২ লক্ষ টাকা প্রয়োজন। যেহেতু চিকিৎসায় প্রয়োজনীয় পরিমাণ বিপুল তাই এই সংকটের সময় চিকিৎসায় দান এবং সাহায্য করার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি। প্রতিটি অবদানই গুরুত্বপূর্ণ! অনুগ্রহ করে ডোনেশন বটনে ক্লিক করে এবং আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে এই পেজ শেয়ার করবেন ৷”