AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রক্তারক্তি কাণ্ড, হাসপাতালে সলমনের নায়িকা ভাগ্যশ্রী! কী হল হঠাৎ?

সলমন খানের সঙ্গে জুটি বেঁধে ম্যায়নে পেয়ার কিয়া ছবি থেকে বলিউডে পা দিয়েছিলেন অভিনেত্রী ভাগ্যশ্রী। মিষ্টি চেহারায়, অভিনয়ে প্রথম ছবিতেই নজর কেড়েছিলেন। তবে এরপর আর সেভাবে ছবি হিট করেনি ভাগ্যশ্রী।

রক্তারক্তি কাণ্ড, হাসপাতালে সলমনের নায়িকা ভাগ্যশ্রী! কী হল হঠাৎ?
| Updated on: Mar 13, 2025 | 6:19 PM
Share

সলমন খানের সঙ্গে জুটি বেঁধে ম্যায়নে পেয়ার কিয়া ছবি থেকে বলিউডে পা দিয়েছিলেন অভিনেত্রী ভাগ্যশ্রী। মিষ্টি চেহারায়, অভিনয়ে প্রথম ছবিতেই নজর কেড়েছিলেন। তবে এরপর আর সেভাবে ছবি হিট করেনি ভাগ্যশ্রী। সম্প্রতি দুএকটা ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করছেন। সেই ভাগ্যশ্রীই ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন। এমনই কাণ্ড ঘটল যে, অভিনেত্রীর মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড। যার ফলে অভিনেত্রীর কপালে মোট ১৩ সেলাই পড়েছে। এই দুর্ঘটনার খবর ভাগ্যশ্রী নিজেই শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়।

কী করে ঘটল এই ঘটনা?

ভাগ্যশ্রী জানিয়েছেন, পিকবল খেলতে গিয়েই এই বিপদ ঘটে। পিকবল ভাগ্যশ্রীর কপালে লেগে মারাত্মক আঘাত করে। ফলে কপাল ফেটে যায়। ভাগ্যশ্রী জানিয়েছেন, পিকবল খেলার সময় একটু অসতর্ক হলেই বিপদ। তাই সাবধান।

সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে, সলমন খান অভিনীত কিসি কা ভাই, কিসি কি জান ছবিতে। সলমনের সঙ্গে ম্যায়নে পেয়ার কিয়া একটু দৃশ্য এই ছবি রিক্রিয়েট করেছিলেন ভাগ্যশ্রী।