
বুধবার সকাল থেকে স্যোশাল মিডিয়ায় উপচে পড়েছে সাধারণ জনগণের শুভেচ্ছা সঙ্গে ভারত মাতা কি জয়ের স্লোগান। মঙ্গলবার গভীর রাতে আচমকা স্ট্রাইক ভারতের। পাক জঙ্গি ঘাটি খুঁজে খুঁজে আক্রমণ চালিয়ে ভারত বুঝিয়ে দিল পহেলগাঁও হামলার ফল কী হতে পারে। উরি, বালাকোটের পর এবার ভারতের চাল অপারেশন সিঁদুর। পাক অধ্যুষিত কাশ্মীর ও পঞ্জাব প্রদেশের তৈরি হওয়া একটা পর একটা জঙ্গি গোষ্ঠীর সদর দফতর থেকে শাখা দফতর ক্ষেপণাস্ত্র দিয়ে উড়িয়ে দিয়েছে ভারত। ভারতের এই অপারেশন সিঁদুর নিয়ে উচ্ছ্বাস এখন গোটা দেশে।
ভারতীয় সেনাবাহিনীকে কুর্ণিশ জানিয়ে চলেছে আট থেকে আশি। স্যোশাল মিডিয়ায় তারকারাও শুভেচ্ছা জানাচ্ছে। এরই মাঝে TV9 বাংলার তরফ থেকে যোগাযোগ করা হয় অভিনেতা ভরত কলের সঙ্গে। ভরত কলের জন্ম কলকাতায় হলেও কাশ্মীরের সঙ্গে তাঁর সম্পর্ক নিবিড়। তাঁর পরিবার কাশ্মীরি পন্ডিত। নানা অত্যাচারে ভরতের পরিবার কাশ্মীর ছাড়তে বাধ্য হয়। তবে আজও অভিনেতার স্মৃতিতে কাশ্মীর উজ্জ্বল, কারন তাঁর পড়াশোনা হয়েছে জম্মু ইউনিভার্সিটি থেকে।
বাইশে এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওতে নিরীহ পর্যটকদের উপর জঙ্গিদের গুলিবর্ষণ নিয়ে আগেই সরব হয়েছিলেন অভিনেতা ভরত। আজও তিনি সাধুবাদ জানালেন ভারতীয় সেনাবাহিনীকে। তাঁর কথায়, ” এটাই হওয়া উচিত ছিল, সাধুবাদ ভারতীয় সেনাবাহিনীকে। আমরা সকলেই জানি, এই সবের মূলে রয়েছে পাকিস্তান। কাশ্মীরকে তথা ভারতকে দুর্বল করার জন্য সব সময় চেষ্টা করে যায় পাকিস্তান। আজ যা হয়েছে সঠিক কাজ হয়েছে। আমি খুশি। আমি তো আগেও বলেছি যখন পহেলগাঁওয়ের ঘটনা সামনে আসে, পাকিস্তান কে সায়েস্তা করা দরকার । “