Exclusive: ‘প্যান্ট খোলো, তারপর গুলি’, খবর দেখে রাতভর ঘুমতে পারলেন না ভরত কল

২২ এপ্রিলের ঘটনা ঘুম কাড়ল অভিনেতার। আচমকাই এদিন পাল্টে গিয়েছিল বৈসরণের চেনা ছবি। জঙ্গি হামলায় এদিন প্রাণ হারায় ২৬ জন। খবর দেখে ভেঙে পড়েন ভরত কল। কষ্ট, যন্ত্রণা, ক্ষোভ উগরে দিলেন TV9 বাংলায়।

Exclusive: প্যান্ট খোলো, তারপর গুলি, খবর দেখে রাতভর ঘুমতে পারলেন না ভরত কল

| Edited By: জয়িতা চন্দ্র

Apr 23, 2025 | 12:37 PM

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একমাত্র কাশ্মীরি পণ্ডিত ভরত। দাপটের সঙ্গে কাজ করে দর্শক মনে জায়গা করে নিলেও মাঝে মধ্যেই কথা প্রসঙ্গে তিনি কাশ্মীর নিয়ে নানা মতামত শেয়ার করে থাকেন। যখনও যন্ত্রণার স্মৃতি, কখনও আবার ভূস্বর্গের সৌন্দর্যের মুগ্ধ হওয়া নানা মুহূর্ত উঠে আসে আলোচনা প্রসঙ্গে। তবে ২২ এপ্রিলের ঘটনা ঘুম কাড়ল অভিনেতার। আচমকাই এদিন পাল্টে গিয়েছিল বৈসরণের চেনা ছবি। জঙ্গি হামলায় এদিন প্রাণ হারায় ২৬ জন। খবর দেখে ভেঙে পড়েন ভরত কল। কষ্ট, যন্ত্রণা, ক্ষোভ উগরে দিলেন TV9 বাংলায়।

বললেন, “গত তিন-চার বছর ধরেই কাশ্মীরের পর্যটন শিল্প সু’দিনের মুখ দেখেছিল। ১৯৮৯-এও টার্গেট কিলিং হয়েছে। টার্গেট কিলিং ওখানে নতুন কিছু নয়। তার জন্যেই তো এত মানুষ ওখান থেকে বেরিয়ে এলেন। কারণ তাঁদের অফিসে ঢুকে, খুঁজে মারা হতো। খুব দুঃখের। বড় দায়িত্ব রয়ে গেল তাদের খুঁজে বার করা। শুনলাম দু’জন ছিলেন। একজনকে নাকি বলা হয়েছে প্যান্ট খোলো, তারপর তাঁকে শুট করা হয়েছে। কঠিন শাস্তি দেওয়া উচিত। দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া উচিত। প্রতিটা মুহূর্ত আমায় ১৯৮৯টা মনে করিয়ে দেয়। আমি তো চাইব যেটা সৌদি আরবে হয় সেটাই করা হোক, রাস্তায় দাঁড় করিয়ে গুলি করা হোক। কাল সারা রাত ঘুমতে পারিনি, খালি মনে পড়ছে সেই মেয়েটার কথা, যাঁর স্বামীকে তাঁর চোখের সামনে মেরে ফেলা হল…। তাঁর যে কী মানসিক যন্ত্রণা, শুধু মাত্র তিনিই জানেন। খুব দুঃখের দিন।”