সৌরভকে এবার বিচার করলেন ভাস্বর, মঞ্চে দাঁড়িয়ে বলে দিলেন…

Sourav Ganguly: সেলেব থেকে শুরু করে সাধারণ মানুষ, প্রতিটা ক্ষেত্রেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে খুব সাবলীলভাবে কথা বলতে দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সকলেই একবাক্যে প্রশংসা করে থাকে দাদার। তবে এবার নিজেই সৌরভ গঙ্গোপাধ্যায় জানতে চাইলেন, তাঁর কাজ কেমন?

সৌরভকে এবার বিচার করলেন ভাস্বর, মঞ্চে দাঁড়িয়ে বলে দিলেন...

Mar 12, 2024 | 4:18 PM

সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলার তিনি মহারাজ। ২২ গজ থেকে শুরু করে ক্যামেরার সামনে সঞ্চালনা, সবটাতেই পাল্লা দিয়ে ছক্কা হাকিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলার দাদাকে নিয়ে তাই দর্শক মনে উত্তেজনার পারদ সর্বদাই থাকে তুঙ্গে। তিনি পর্দায় মানেই শো একপ্রকার জমে যায়। দীর্ঘ কয়েকবছর ধরে এভাবেই দাদাগিরির মঞ্চ কাঁপিয়ে চলেছেন তিনি। সেলেব থেকে শুরু করে সাধারণ মানুষ, প্রতিটা ক্ষেত্রেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে খুব সাবলীলভাবে কথা বলতে দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সকলেই একবাক্যে প্রশংসা করে থাকে দাদার। তবে এবার নিজেই সৌরভ গঙ্গোপাধ্যায় জানতে চাইলেন, তাঁর কাজ কেমন, তিনি কেমনভাবে উপস্থাপনা করছেন? এদিনের পর্বে উপস্থিত ছিলেন অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়।

উপস্থিত সকলের উদ্দেশেই এদিন দাদা প্রশ্ন ছুঁড়ে দেন, ”১০টা সিজ়ন হল দাদাগিরির। তোমরা সবাই এসেছো বহুবার, বহুবার জিতেছো। তোমরা কীভাবে নম্বর দেবে? পুরো অনুষ্ঠানটাকে, আমাকে। এত প্রশ্ন করি, এত মানুষের সঙ্গে আলাপ, তোমাদের মতামত কী?” উত্তর ভাস্কর বলেন, ”আমার মতামত, প্রথম যখন শুরু হয়েছিল, সেখান থেকে প্রতিদিন, প্রতিটা পর্বে তুমি উন্নতমানের হয়েছো। এখন কিন্তু বাকিরা তোমায় দেখে শিখবে। শুনে হাসি খেলে গেল দাদার মুখে।”

দেখতে দেখতে ১০ সিজ়ন পার। তবুও আজও দাদার শো সকলের কাছে নতুন। জি বাংলার পর্দায় প্রতি সপ্তাহে দাদাগিরি শনি ও রবিবার সম্প্রচার হয়ে থাকে। সিজ়ন শেষ হলেই যেন মন খারাপ দর্শক মনে। সকলের মন খারাপের পালা, দাদাগিরিতে সৌরভ গঙ্গোপাধ্যায় দিনদিন নিজেকে ভেঙেছেন। বর্তমানে তিনি অনেক বেশি সহজ, কখনও ব়্যাম্পে হাঁটছেন, কখনও আবার সিনেমার সংলাপ বলছেন, আর তাতেই মন ভরছে দর্শকদের।